ব্যবহারকারী আলাপ:Smshaheen123

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, উইকিতে কেবল আপনার নিজের তোলা ছবি আপলোড করবেন। ইন্টারনেট হতে প্রাপ্ত ছবি আপলোড করবেন না, করলে তা কপিরাইট লঙ্ঘন হবে। নিজের তোলা ছবি ফেসবুকে আপলোড করে পরে তা ফেসবুক থেকে ডাউনলোড করে উইকিতে আপলোড করবেন না, সবসময় নিজের তোলা মূল কপিটি আপলোড করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩১, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বারবার একই সম্পাদনা[সম্পাদনা]

আসসালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনার জন্য সাধুবাদ জানাই। তবে সম্পাদনার ক্ষেত্রে উল্লেখযোগ্যতা বিবেচনা করে সম্পাদনা করবেন। আর তথ্যসূত্র অবশ্যই উল্লেখ করবেন। আপনার কিছু অপ্রয়োজনীয় সম্পাদনা বারবার পূর্বাবস্থায় ফেরত নেওয়ার পরেও একই সম্পাদনা বেশ কয়েকবার ধরে করে যাচ্ছেন। আপনার দৃষ্টিতে কোন উল্লেখযোগ্য সম্পাদনা মুছে দেয়া হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় সম্পাদনা দয়া করে বারবার করবেন না। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১১:৪৪, ২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]