জমাদার কিস্কু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জমাদার কিস্কু
জন্ম১৯৪৯
জাতীয়তাভারতীয়
পেশালেখক

জমাদার কিস্কু পশ্চিমবঙ্গের একজন সাঁওতালি সাহিত্যিক। তিনি ২০১৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

জমাদার কিস্কু ১৯৪৯ সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন।[১] তিনি কলকাতার খেরওয়াল অপেরায় সাঁওতালি ভাষার নাটক লেখা, অভিনয় ও পরিচালনার সাথে যুক্ত আছেন। সাঁওতালি ভাষার সাহিত্য সাময়িকী তাপাল এর সম্পাদক। তিনি হুগলিতে বসবাস করেন।

জমাদার কিস্কু ২০১৪ সালে তার রচিত মালা মুদাম নাটকের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Twenty-four Indian languages, 24 literary prizes that more people should know about"Scroll.in। ১৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "AKADEMI AWARDS (1955-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯