ব্যবহারকারী আলাপ:শিশির আলমগীর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নিজের নামে নিবন্ধ[সম্পাদনা]

প্রিয় শিশির_আলমগীর, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম, ভালো লাগছে আপনি আমাদরে সাথে যুক্ত হয়েছেন। তবে প্রথম দিকে আমাদের অনেকেরই যেসব ভুল হয়েছে আপনার ক্ষেত্রে সেরকম একটি ভুল খেয়াল করলাম। সেটি হলো উইকিতে নিজ নাম, বন্ধু, আত্মীয়-স্বজন অথবা নিজের প্রতিষ্ঠানের নামে নিবন্ধ করা যায় না। এমনকি উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হলেও না। কেননা এতে নিরপেক্ষতা থাকে না। তবে এটি বড় ধরনের কোনো ভুল নয়। আশা করি আপনি রাগ করবেন না এবং অন্য বিষয়ে লেখার ক্ষেত্রে উৎসাহী হবেন। আপনি উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য হলে কেউ না কেউ নিবন্ধটি করবেই। --দেলোয়ার () • ১৪:৪৮, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

গাজী কালু নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

গাজী কালু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গাজী কালু পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। দেলোয়ার () • ১৪:৫০, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

গাজী কালু[সম্পাদনা]

গাজী কালু গুণী সম্মানীত ব্যক্তি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে তাদের মাজার আছে। আছে তাদের নামে বিভিন্ন গল্প গান। যা এই এলাকার সাহিত্য সংস্কৃতির ধারাকে বেগবান করে। শিশির আলমগীর (আলাপ) ১৪:৫৬, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]