আছাদুজ্জামান মিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আছাদুজ্জামান মিয়া
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ সেপ্টেম্বর ২০১৯
পূর্বসূরীপদ সৃষ্টি
ডিএমপি’র ৩৩তম কমিশনার
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৫ – ১৩ সেপ্টেম্বর ২০১৯
উত্তরসূরীশফিকুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-08-14) ১৪ আগস্ট ১৯৬০ (বয়স ৬৩)
ফরিদপুর, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাপুলিশ কর্মকর্তা

আছাদুজ্জামান মিয়া (জন্ম ১৪ আগস্ট ১৯৬০) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার যিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আছাদুজ্জামান মিয়া ১৯৬০ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোরের (বর্তমান ফরিদপুর) আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন।[২] শিক্ষাজীবনে স্নাতকোত্তর সম্পন্নের পর তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

আছাদুজ্জামান মিয়া পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন। বগুড়ায় প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও, নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।[৩] তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন।

২০১৯ সালের ১৩ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস মেয়াদে ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।[৪] ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  2. "অবসরের প্রস্তুতিতে আছাদুজ্জামান মিয়া"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  3. "কমিশনারের জীবনী"ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২ ফেব্রুয়ারি ২০১৯। Archived from the original on ২ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  4. "ডিএমপি কমিশনারের দায়িত্ব হস্তান্তর করলেন মোঃ আছাদুজ্জামান মিয়া"ডিএমপি নিউজ। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  5. "নতুন পদে ডিএমপি কমিশনার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯