ডেরেক কার্টিস বক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেরেক কার্টিস বক
২৫তম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
১৯৭১ – ১৯৯১
পূর্বসূরীNathan M. Pusey
উত্তরসূরীNeil Leon Rudenstine
ভারপ্রাপ্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
জুলাই ১, ২০০৬ – জুন ৩০, ২০০৭
পূর্বসূরীLawrence Summers
উত্তরসূরীDrew Gilpin Faust
7th হার্ভার্ড ল স্কুলের ডীন
কাজের মেয়াদ
১৯৬৮ – ১৯৭১
পূর্বসূরীErwin Griswold
উত্তরসূরীAlbert Martin Sacks
ব্যক্তিগত বিবরণ
জন্মডেরেক কার্টিস বক
(1930-03-22) মার্চ ২২, ১৯৩০ (বয়স ৯৪)
পেন্সিলভেনিয়া
উচ্চতা6'0" (1.83m)
দাম্পত্য সঙ্গীSissela Bok
সন্তানHilary Bok
প্রাক্তন শিক্ষার্থীস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড ল স্কুল
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
জীবিকাআইনজীবী

ডেরেক কার্টিস বক একজন মার্কিন আইনজীবী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রেসিডেন্ট।

জীবনী[সম্পাদনা]

বক ১৯৩০ সালের ২২ মার্চ পেন্সিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে বিএ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে জেডি এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে এএম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত হার্ভার্ড ল স্কুলের ডীনের দায়িত্ব পালন করেন। ১৯৭১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]