শ্যামা সুন্দরী খাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যামা সুন্দরী খাল
বিশেষ উল্লেখ
অবস্থাচালু

শ্যামা সুন্দরী খাল বাংলাদেশের রংপুর শহরে প্রবাহিত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ একটি কৃত্তিম খাল।[১] এই খালটি ১৮৯০ সালে খনন করা হয়।[২] খালটি রংপুর নগরীর সিও বাজার এলাকার ঘাঘট নদীর উৎসমূখ থেকে শুরু হয়ে খোখসা ঘাঘটের সাথে মিলেছে।[৩]

ইতিহাস[সম্পাদনা]

সংস্করণের অভাবে মৃতপ্রায় রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল

রংপুরের জমিদার চৌধুরাণী শ্যামা সুন্দরী দেবীর(দেবী চৌধুরাণী) পুত্র রাজা জানকীবল্লভ সেন। তিনি রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন ১৮৯২-১৮৯৪ ইং পর্যন্ত। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ১৮৯২ সালে তাঁর বাগান বাড়িতে প্রতিষ্ঠিত হয় রংপুর পৌরসভা ভবন[৪]। রাজা জানকী বল্লভ সেন ছিলেন অনারারী ম্যাজিস্ট্রেট, লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের সদস্য। ১৮৯১ সালে তিনি রাজা উপাধিপ্রাপ্ত হন।তার মায়ের মৃত্যু ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে হয়।রংপুর শহরে মশার উপদ্রব ঠেকাতে তিনি "শ্যামা সুন্দরী খাল" খনন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.bd-pratidin.com/various-city-roundup/2019/02/19/401479
  2. https://www.ittefaq.com.bd/wholecountry/83166/রংপুরের-শ্যামা-সুন্দরী-খাল-৫শ-দখলদারের-কাছে-জিন্মি
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  4. "রংপুর (শহর)"Wikipedia। ২০১৯-০৮-২৪। 

বহিঃসংযোগ[সম্পাদনা]