মার্ক ডগলাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্ক ডগলাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্ক উইলিয়াম ডগলাস
জন্ম (1968-10-20) ২০ অক্টোবর ১৯৬৮ (বয়স ৫৫)
নেলসন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
ভূমিকাব্যাটসম্যান, উইকেট-রক্ষক
সম্পর্কগ্রাহাম ডগলাস
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৯)
১৬ এপ্রিল ১৯৯৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৬ ফেব্রুয়ারি ১৯৯৫ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৭ - ২০০১সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ক্রিকেট দল
১৯৯৩ - ১৯৯৫ওয়েলিংটন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৯৪ ১১৫
রানের সংখ্যা ৫৫ ৪,৮০৮ ২,৫১৭
ব্যাটিং গড় ৯.১৬ ৩৫.০৯ ২৪.৬৭
১০০/৫০ –/– ৯/২৯ ৩/১০
সর্বোচ্চ রান ৩০ ১৪৪ ১২১
বল করেছে ৭২
উইকেট
বোলিং গড় ৩০.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/২৯ ৫/৩৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ৮২/– ৫১/৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ নভেম্বর ২০১৯

মার্ক উইলিয়াম ডগলাস (ইংরেজি: Mark Douglas; জন্ম: ২০ অক্টোবর, ১৯৬৮) নেলসনে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৫ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, দলের প্রয়োজনে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন মার্ক ডগলাস

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৮৭-৮৮ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত মার্ক ডগলাসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এছাড়াও, হক কাপে নেলসন দলের পক্ষে খেলেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিলেন মার্ক ডগলাস। কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাননি তিনি। ১৬ এপ্রিল, ১৯৯৪ তারিখে শারজায় অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক ঘটে তার। ২৬ ফেব্রুয়ারি, ১৯৯৫ তারিখে অকল্যান্ডে একই দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

তার পিতা গ্রাহাম ডগলাস ১৯৬০-এর দশকে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Players / New Zealand / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯ 
  2. "New Zealand ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]