গৌড়দহ

স্থানাঙ্ক: ২২°২২′৪৩″ উত্তর ৮৮°৩১′৪৮″ পূর্ব / ২২.৩৭৮৫° উত্তর ৮৮.৫৩০০° পূর্ব / 22.3785; 88.5300
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌড়দহ
গৌরদহ
সেন্সাস টাউনজনগণনা নগর
গৌড়দহ পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
গৌড়দহ
গৌড়দহ
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২২°২২′৪৩″ উত্তর ৮৮°৩১′৪৮″ পূর্ব / ২২.৩৭৮৫° উত্তর ৮৮.৫৩০০° পূর্ব / 22.3785; 88.5300
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগণা
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,২৬০
ভাষা
 • প্রাতিষ্ঠানিকবাংলা
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইটs24pgs.gov.in

গৌড়দহ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের অন্তর্গত একটি জনগণনা নগর। এই জনগণনা নগরটি জীবনতলা থানার আওতাধীন।[তথ্যসূত্র প্রয়োজন]

গণপরিবহন[সম্পাদনা]

দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম কলকাতা এবং মালদা, শিলিগুড়ি, মেদিনীপুর, বাঁকুড়া, ক্যানিং, জয়নগর, পুরুলিয়া, বর্ধমান, কালনা, হাবড়া, ব্যারাকপুর, দীঘা, বোলপুর, কীর্নাহার এবং বহরমপুর এবং অন্যান্য অনেক গন্তব্যস্থলে দৈনন্দিন বাস পরিসেবা পরিচালনা করে। এছাড়াও উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম শহর থকে অন্য শহরে বাস পরিসেবা প্রদান করে। অনেকগুলি বেসরকারি বাস অপারেটর, ট্যাক্সি, ওলা ক্যাশ ইত্যাদি রেডিও ট্যাক্সিগুলি স্থানীয়ভাবে এবং আন্তঃসীমান্ত রুটগুলিও যাত্রী পরিবহনের কাজ করে। বিভিন্ন বেসরকারি বাস সংগঠন আসানসোল থেকে বর্ধমান, কল্যাণী, হাওড়া, বারাসাতবাঁকুড়া শহরে বাস পরিচালনা করে। নগরীর বাস পরিসেবা আরও উন্নতির জন্য এবং দূষণমুক্ত করার জন্য রাজ্যের পরিবহন বিভাগ আসানসোলে বৈদ্যুতিক বাস চালু করতে যাচ্ছে। ক্যানিং-বারুইপুর রুটে যেসব বৈদ্যুতিক বাস চলাচল করবে, সেগুলি দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এসবিএসটিসি) এর বাস ডিপোতে রিচার্জ বা পুনঃনির্ধারিত হবে।[তথ্যসূত্র প্রয়োজন]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

গৌড়দহ মা কালী মন্দির

গৌড়দহ রেলওয়ে স্টেশন থেকে ২ মিনিট দূরত্বে। এটি একটি পবিত্র পুকুরের পাশে খুব ভাল জায়গায় বিদ্যমান। রাস্তাঘাট খুব পরিষ্কার। যদিও এটিতে পর্যটন স্পটের মতো কোনো সুযোগ-সুবিধা নেই। অনেক অসুস্থ মানুষ মঙ্গলবার এবং শনিবার দুপুরের সময় দেবীর আশীর্বাদ পেতে আসেন।

সড়কপথ[সম্পাদনা]

বাসন্তী থেকে হাওড়া বা বাসন্তী হাইওয়ে গৌরদহকে অতিক্রম করেছে। এই সড়কটি উত্তর দিকে কলকাতা এবং দক্ষিণ-পশ্চিমে দিকে বাসন্তীকে যুক্ত করেছে। বাসন্তী হাইওয়ে বাসন্তীকে দক্ষিণে ওড়িশা রাজ্যের সঙ্গে এবং উত্তরে ফারাক্কা ও উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। এছাড়া সড়কপথে ধানবাদ, বাঁকুড়া, পাটনা, হলদিয়ার সঙ্গে যুক্ত করেছে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]