নন্দ পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নন্দ পাল
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,৩০৬ মিটার (২০,৬৮৯ ফুট)
সুপ্রত্যক্ষতা৬০০ মি (২,০০০ ফু) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থানাঙ্ক৩০°৩১′১২″ উত্তর ৮০°০৮′২৪″ পূর্ব / ৩০.৫২০০০° উত্তর ৮০.১৪০০০° পূর্ব / 30.52000; 80.14000
ভূগোল
অবস্থানপিঠোরাগড় জেলা, উত্তরাখণ্ড, ভারত
মূল পরিসীমাকুমাওন হিমালয়
আরোহণ
প্রথম আরোহণ১৯৭৩

নন্দ পাল হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিঠোরাগড় জেলার পূর্ব অংশে অবস্থিত একটি হিমালয় পর্বত শিখর। শিখরটির উচ্চতা ৬,৩০৬ মিটার। নন্দ পাল উত্তর-দক্ষিণ স্তূপপর্বতের মিলম হিমবাহের পূর্ব অংশে অবস্থিত। শৈলশিরার নিকটবর্তী অন্যান্য শিখরগুলি হল ইকুয়ালারি (৬,০৫৯ মিটার), নন্দ গন্ড (৬,৩১৫ মিটার), নিতল ঠাউর (৬,০৫৯ মিটার)। উন্টা ধুরা গিরিপথ এই শিখরের উত্তরে অবস্থিত। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ সদস্যরা ১৯৭৩ সালের ৮ই জুন নন্দ পাল শিখর প্রথম জয় করেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]