এফ আই মানিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এফ আই মানিক
জন্ম
ফখরুল ইসলাম মানিক

(1959-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৫৯ (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
পুরস্কারবাচসাস পুরস্কার (২০০৮)

ফখরুল ইসলাম মানিক (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৫৯) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি মায়ের মত ভাবী (২০০৮) চলচ্চিত্র নির্মাণ করে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন।[১] তার পরিচালিত ব্যবসাসফল চলচ্চিত্রসমূহ হল স্বপ্নের বাসর (২০০১), পিতার আসন (২০০৬), দাদীমা (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬), চাচ্চু (২০০৬), মাই নেম ইজ সুলতান (২০১২), জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)।[২]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  1. স্বপ্নের বাসর (২০০১)
  2. সুলতান (২০০২)
  3. ভাইয়া (২০০২)
  4. ফুল নেবো না অশ্রু নেবো (২০০২)
  5. লাল দরিয়া (২০০২)
  6. স্বামী স্ত্রীর যুদ্ধ (২০০২)
  7. হৃদয়ের বন্ধন (২০০২)
  8. বাবা (২০০৩)
  9. দুই বধূ এক স্বামী (২০০৩)
  10. বিদ্রোহী সালাউদ্দিন (২০০৪)
  11. বাপ বেটার লড়াই (২০০৪)
  12. মান্না ভাই (২০০৪)
  13. কোটি টাকার কাবিন (২০০৬)
  14. পিতার আসন (২০০৬)
  15. চাচ্চু (২০০৬)
  16. দাদীমা (২০০৬)
  17. রণাঙ্গন (২০০৬)
  18. পিতা মাতার আমানত (২০০৮)
  19. মায়ের মত ভাবী (২০০৮)
  20. বিয়ের প্রস্তাব (২০০৮)
  21. আমাদের ছোট সাহেব (২০০৮)
  22. যদি বউ সাজো গো (২০০৮)
  23. সবার উপরে তুমি (২০০৯)
  24. চিরদিন আমি তোমার (২০০৯)
  25. মায়ের হাতে বেহেস্তের চাবি (২০১০)
  26. এক জবান (২০১০)
  27. আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
  28. স্বামী ভাগ্য (২০১২)
  29. মাই নেম ইজ সুলতান (২০১২)
  30. জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
  31. দুই পৃথিবী (২০১৫)
  32. সৌভাগ্য (২০২১)
  33. এ দেশ তোমার আমার (২০২১)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জমজমাট বাচসাস সন্ধ্যা - শ্রেষ্ঠ ছবি চন্দ্রগ্রহণ -শ্রেষ্ঠ অভিনেতা শাকিব -মৌসুমী ও পপি"। দৈনিক সমকাল। ১৪ নভেম্বর ২০০৯। 
  2. "শাকিব খানের বিকল্প নেই। হবে? কবে...?"সারাবাংলা.নেট (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]