রহমতউল্লাহ রউফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেজর জেনারেল রহমতউল্লাহ রউফি (জন্ম ১৯৪৪ সালে আফগানিস্তান ময়দানের প্রদেশে ) [১] ২০০৮ সালের আগস্ট থেকে ২০০৮ সালের ৪ ডিসেম্বর তাকে বরখাস্ত করা পর্যন্ত কান্দাহারের প্রাক্তন গভর্নর ছিলেন। [২] এর আগে তিনি আফগান ন্যাশনাল আর্মি বর্তমানে ২০৫ তম কোর্সের অধিনায়ক সিনিয়র সামরিক কমান্ডার ছিলেন। [১] তিনি অপারেশন মাউন্টেন থ্রাস্টের সরকারী বাহিনীর প্রধান আফগান কমান্ডার ছিলেন।

তিনি আফগান-কানাডিয়ান একাডেমিক টুরিয়ালাই ওয়েসার মাধ্যমে বদলী হয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kandahar governor to leave post" 
  2. "Kandahar Governor Rahmatullah Raufi fired"। ২০০৮-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৪