ফ্রেডরিক কাইজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেডরিক কাইজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফ্রেডরিক কাইজ
জন্ম২১ মার্চ, ১৮৭০
জর্জ, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু১২ সেপ্টেম্বর, ১৯৫৩
আউটশ্রুন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি বোলার
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৪৫)
১ এপ্রিল ১৮৯৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২৬ ২২৯
ব্যাটিং গড় ১৩.০০ ১৬.৩৫
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৬ ৪৯
বল করেছে ৬০ ৫০২
উইকেট ১১
বোলিং গড় ১৫.৫০ ১৮.৭২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৩১ ৪/৬৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ২/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ অক্টোবর, ২০১৯

ফ্রেডরিক কাইজ (ইংরেজি: Frederick Kuys; জন্ম: ২১ মার্চ, ১৮৭০ - মৃত্যু: ১২ সেপ্টেম্বর, ১৯৫৩) পশ্চিম কেপের জর্জ এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১][২][৩] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে বোলিং করার পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৮৯৬-৯৭ মৌসুম থেকে ১৮৯৮-৯৯ মৌসুম পর্যন্ত ফ্রেডরিক কাইজের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দক্ষিণ আফ্রিকান যুদ্ধ শুরু হবার পূর্বে কয়েক মৌসুম খেলেন। এ পর্যায়ে ওয়েস্টার্ন প্রভিন্সের অল-রাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফ্রেডরিক কাইজ। ১ এপ্রিল, ১৮৯৯ তারিখে কেপটাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[৪] এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

১৮৯৮-৯৯ মৌসুমে লর্ড হকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা গমন করে। সিরিজের দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করেন তিনি।

১২ সেপ্টেম্বর, ১৯৫৩ তারিখে ৮৪ বছর বয়সে কেপ প্রদেশের আউটশ্রুন এলাকায় ফ্রেডরিক কাইজের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "2nd Test, England tour of South Africa at Cape Town, Apr 1-4 1899"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]