ঝরঝরি ঝর্ণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝরঝরি ঝর্ণা

ঝরঝরি ঝর্ণা সীতাকুন্ড উপজেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এই ঝর্ণাটি চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি।[১]

অবস্থান[সম্পাদনা]

সীতাকুন্ড বাজারের ঠিক পরেই পান্থছিলা এলাকায় ঝর্ণাটি অবস্থিত। পান্থছিলা বাজার হতে ঝর্ণা অব্দি হেঁটে যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।[২]

গঠন[সম্পাদনা]

ঝরঝরি ঝর্ণা আকারে খুব একটা বড় নয়। এর ঝর্ণার পাশেই রয়েছে বেশ কয়েকটি ক্যাসকেড। তবে বর্ষাকালে খুমগুলো বেশ ভয়ংকর। স্বপ্নের সিড়ি ক্যাসকেডটি সিড়ির মতো খাঁজ কাটা। ঝরঝরি ঝর্ণা ট্রেইলের শেষ ঝর্ণাটির নাম মুর্তি ঝর্ণা।[৩]

ভ্রমণ[সম্পাদনা]

প্রতিদিনই অনেক ভ্রমণপিপাসু মানুষ এই ঝর্ণা দেখতে আসেন। স্থানীয় মানুষদের গাইড হিসেবে ভাড়া করা যায়। আর সারাদিন ভ্রমণ শেষে খাওয়ার জন্য অর্ডার দেওয়া যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঈদের ছুটিতে ঘুরে আসুন চন্দ্রনাথ"। ১১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "কম সময়ে ঘুরে আসুন সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জ থেকে"। দৈনিক অধিকার। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০ 
  3. "সীতাকুন্ডের ঝরঝরি ঝর্না, যার সৌন্দর্যের তুলনা হয়না"। ৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]