জোয়াকিম বাক্সলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোয়াকিম বাক্সলা
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০৯
পূর্বসূরীপিউস তিরকে
উত্তরসূরীমনোহর তিরকে
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৫-০১-১৬)১৬ জানুয়ারি ১৯৫৫
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু৬ মার্চ ২০১৭(2017-03-06) (বয়স ৬২)
হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারত
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীমালতী বাক্সলা
সন্তান
পিতামাতাজন আর্থার বাক্সলা (বাবা)
মেরি আশ্রিতা বাক্সলা (মা)
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট জেভিয়ার্স কলেজ

জোয়াকিম বাক্সলা একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে চারবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩][৪]

জীবনী[সম্পাদনা]

জোয়াকিম বাক্সলা ১৯৫৫ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন।[৫] তার পিতার নাম জন আর্থার বাক্সলা ও মায়ের নাম মেরি আশ্রিতা বাক্সলা। জোয়াকিম কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।[৫]

জোয়াকিম বাক্সলা বিপ্লবী সমাজতন্ত্রী দলের প্রার্থী হিসেবে টানা চারবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।[৬][৭]

জোয়াকিম বাক্সলা ১৯৮২ সালের ৩ জানুয়ারি মালতী বাক্সলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৫] তাদের সংসারে এক পুত্র ও এক কন্যার জন্ম হয়েছিল।

জোয়াকিম বাক্সলা ২০১৭ সালের ৬ মার্চ হায়দ্রাবাদে মৃত্যুবরণ করেন।[৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  2. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  3. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  4. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  5. "Members Bioprofile"www.loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯ 
  6. "প্রয়াত জোয়াকিম"আনন্দবাজার পত্রিকা। ৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯ 
  7. "চারবারের প্রাক্তন সাংসদ জোয়াকিম বাক্সলা প্রয়াত"আজকাল। ৭ মার্চ ২০১৭। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯