সালেহ কামবোহ মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালেহ কামবোহ মসজিদ
صالح کمبوہ مسجد
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যহানাফি
অবস্থান
অবস্থানলাহোর, পাঞ্জাব, পাকিস্তান
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি
প্রতিষ্ঠার তারিখ১৬৫৯
গম্বুজসমূহ

সালেহ কামবোহ মসজিদ (উর্দু: صالح کمبوہ مسجد‎‎) হল একটি মসজিদ যেটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে অবস্থিত। মসজিদটি তৈরি করেন মুহাম্মাদ সালেহ কামবোহ যিনি শাহজাহানের শাসনামলে রাজদরবারে ঐতিহাসিক হিসেবে কাজ করেছিলেন। মসজিদটি আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত হলেও এর মাঝে শাহজাহানি আমলের স্থাপত্যরীতির বৈশিষ্ট্য বিদ্যমান।[১][২]

পটভূমি[সম্পাদনা]

মুহাম্মাদ সালেহ কামবোহ মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে একজন খোশনবিশ ও রাজ দরবারে ঐতিহাসিক হিসেবে কাজ করেছেন। তিনি শাহজাহানের জীবনীগ্রন্থ শাহজাহাননামা সংকলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি পাঁচশ সৈন্যের সেনাপতি ছিলেন ও পাঞ্জাব প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মসজিদটি ১৬৫৯ সালে সালেহ কামবোহ কর্তৃক নির্মিত হয়।[৩]

স্থাপত্যশৈলী[সম্পাদনা]

সালেহ কামবোহ মসজিদের নামাযঘর

মসজিদটি আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত হলেও মসজিদটির মাঝে শাহজাহানি যুগের বৈশিষ্ট্য বিদ্যমান। এর মাঝে লতানো আরবেস্ক, একত্রিত কাশি, দেয়ালচিত্র ও লতানো খিলান বিদ্যমান যা শাহজাহানি যুগের স্থাপত্যশৈলীর পরিচয় বহন করে।[২] মসজিদটিতে তিনটি গম্বুজ বিদ্যমান। মসজিদটির সম্মুখভাগে সংস্কার কার্যক্রম চললেও এটিতে এখনো শিলালিপি বিদ্যমান। মসজিদটির অভ্যন্তরভাগের দেয়াল ওয়াজির খান মসজিদ ও সুনেহরি মসজিদের অনুকরণে নির্মিত হয়েছিল।[২]

রাই বাহাদুর কানহাইয়ালাল তার বই তারিক-ই-লাহোর এ লিখেছেন:[২]

অসাধারণ এই মসজিদটি মোচি তোরণের ভিতরে অবস্থিত। মোচি তোরণে ঢোকা যেকোনো মানুষ শুরুতেই এই চমৎকার ও বর্ণময় মসজিদটি দেখতে পায়। ছোট এই মসজিদটি একসময় অত্যন্ত হৃদয়গ্রাহী ও সুন্দর ছিল।

সংরক্ষণ[সম্পাদনা]

আঞ্জুমান-ই-তাহরান মোচি তোরণ নামের এক স্থানীয় কর্তৃপক্ষ মসজিদটি দেখাশোনা করে থাকে। পাঞ্জাব প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটিতে সংরক্ষিত স্থাপনা বলে ঘোষণা করে। মসজিদটির সম্মুখভাগে কিছু দোকান বিদ্যমান যা মসজিদটির সৌন্দর্য হ্রাস করেছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The historic Saleh Kamboh Mosque in state of shambles — is WCLA listening?"Daily Times। ১৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Saleh Kamboh Mosque"। Pakistan Today। ২৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  3. "LAHORE: Committee on Saleh Kamboh mosque yet to meet"। Dawn। ৩১ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  4. "Saleh Kamboh – 450-year old mosque"। Pakistan Today। ২৫ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]