২০১৪ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ ভারত
তারিখ ১৫ জুন – ১৯ জুন ২০১৪
অধিনায়ক মুশফিকুর রহিম সুরেশ রায়না
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মুশফিকুর রহিম (৭০) রবিন উথাপ্পা (৬৯)
সর্বাধিক উইকেট তাসকিন আহমেদ (৭) স্টুয়ার্ট বিনি (৬)
সিরিজ সেরা খেলোয়াড় স্টুয়ার্ট বিনি (ভারত)

ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৫ জুন, ২০১৪ তারিখ থেকে ১৯ জুন, ২০১৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে। এই সফরে তারা বাংলাদেশের সাথে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে,[১] যেখানে ভারত প্রথম ২টি ওডিআই ম্যাচে জয়লাভ করে এবং ৩য় ম্যাচটি বৃষ্টির কারণে এক ইনিংস খেলার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্যবসায়িক সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে সিরিজটি সাহারা কাপ ২০১৪ নামে পরিচিত।

দলের সদস্য[সম্পাদনা]

 বাংলাদেশ[২]  ভারত[৩]

খেলা পরিচালনাকারী কর্মকর্তা[সম্পাদনা]

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[৪]

ম্যাচ রেফারি
টিভি আম্পায়ার
আম্পায়ার
সংরক্ষিত আম্পায়ার

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৫ জুন ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৭২/৯ (৫০ ওভার)
বনাম
 ভারত
১৫৩/৩ (২৪.৫ ওভার)
মুশফিকুর রহিম ৫৯ (৬৩)
উমেশ যাদব ৩/৪৮ (৯ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • ভারতের ইনিংসে ১৬.৩ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ও পরবর্তীকালে ডি/এল পদ্ধতিতে ২৬ ওভারে ১৫০ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
  • ভারতের পক্ষে পারভেজ রাসুলঅক্ষর প্যাটেলের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়।
  • ভারত ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।

২য় ওডিআই[সম্পাদনা]

১৭ জুন ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
 ভারত
১০৫ (২৫.৩ ওভার)
বনাম
বাংলাদেশ 
৫৮ (১৭.৪ ওভার)
সুরেশ রায়না ২৭ (২৩)
তাসকিন আহমেদ ৫/২৮ (৮ ওভার)
মিঠুন আলী ২৬ (৩৯)
স্টুয়ার্ট বিনি ৬/৪ (৪.৪ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • ভারতের ইনিংসে ৫.২ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ও পরবর্তীকালে ডি/এল পদ্ধতিতে দুই দলের জন্য ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হয়।
  • বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদমিঠুন আলীর ওডিআই অভিষেক হয়।
ভারতে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৯ জুন ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
 ভারত
১১৯/৯ (৩৪.২ ওভার)
বনাম
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • ভারতের ইনিংসে ৮.৩ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়, এরপর আবার খেলা শুরু হলে ১২.৩ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ও পরবর্তীকালে ডি/এল পদ্ধতিতে দুই দলের জন্য ওভার সংখ্যা কমিয়ে ৪০ করা হয়। কিন্তু এরপর বৃষ্টির কারণে ৩৪.২ ওভার পর খেলা বন্ধ হয়ে গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
  • ভারতে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে।

অর্জনসমূহ[সম্পাদনা]

বাংলাদেশ
  • ১ম একদিনের আন্তর্জাতিকে মাহমুদুল্লাহ তার শততম ওডিআইয়ে অংশগ্রহণ করেন। এরফলে তিনি ১০ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ মর্যাদায় অভিষিক্ত হন। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় ৬৯.০০ ও বোলিং গড় ১৯৮.০০ যা যে-কোন দলের বিপক্ষে অংশগ্রহণকৃত একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন।[৬]
  • বাংলাদেশ দল ৮মবারের মতো ভারতের বিপক্ষে ২৫০+ রান সংগ্রহ করে। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই ১১বার ২৫০+ রানের ইনিংস রয়েছে।
  • সাকিব আল হাসান ভারতের বিপক্ষে তার ৯টি ওডিআইয়ের মধ্যে পাঁচটিতে অর্ধ-শতক করেন।
ভারত
  • ১ম একদিনের আন্তর্জাতিকে রবিন উথাপ্পা তার ৩৯টি ওডিআইয়ের মধ্যে প্রথমবারের মতো বোল্ড হন।[৬]
  • দ্বিতীয়বারের মতো দু’জন স্পিনার (পারভেজ রসুল ও অক্ষর প্যাটেল) ভারতের একদিনের আন্তর্জাতিকে একই খেলায় অভিষেক ঘটে। ৩৫তম বারের মতো দুই বা ততোধিক ভারতীয় খেলোয়াড় একই খেলায় অভিষেকের ঘটনা ঘটে।

সম্প্রচার ব্যবস্থা[সম্পাদনা]

দেশ টিভি সম্প্রচারক
 বাংলাদেশ গাজী টেলিভিশন
 ভারত স্টার স্পোর্টস
 পাকিস্তান জিও সুপার
যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবীয় উইলো টিভি
আফ্রিকা (উত্তর আফ্রিকা ছাড়া) সুপারস্পোর্ট

পরিসংখ্যান[সম্পাদনা]

ওডিআই
ব্যাটিং[৭]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
মুশফিকুর রহিম  বাংলাদেশ ৭০ ৩৫.০০ ৫৯
রবিন উথাপ্পা  ভারত ৬৯ ২৩.০০ ৫০
অজিঙ্কা রাহানে  ভারত ৬৭ ২২.৩৩ ৬৪
সুরেশ রায়না  ভারত ৬৭ ৩৩.৫০ ২৭
সাকিব আল হাসান  বাংলাদেশ ৫৬ ২৮.০০ ৫২
বোলিং[৮]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
তাসকিন আহমেদ  বাংলাদেশ ১৬ ৬.১৪ ৫/২৮
স্টুয়ার্ট বিনি  ভারত ৪.৪ ০.৬৬ ৬/৪
সাকিব আল হাসান  বাংলাদেশ ১৫.৫ ১০.৩৩ ৩/২৭
মোহিত শর্মা  ভারত ১৩.৪ ১১.২৫ ৪/২২
মাশরাফি বিন মর্তুজা  বাংলাদেশ ২২ ২১.২৫ ২/৩৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Cricket Team Fixture"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪ 
  2. http://www.prothomalo.com/sports/article/234253
  3. "Raina to lead young team in Bangladesh"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪ 
  4. "Bangladesh v India / Match Officials - 1st ODI: Bangladesh v India at Dhaka, Jun 15, 2014;"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। জুন ১২, ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  5. "Bangladesh v India / Match Officials - 2nd ODI: Bangladesh v India at Dhaka, Jun 17, 2014;"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। জুন ১২, ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪ 
  6. "Bangladesh v India, 1st ODI, Mirpur, India ease home in rain-hit game, The Report by Abhishek Purohit"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। জুন ১৫, ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 
  7. "Records / India in Bangladesh ODI Series, 2014 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৫ 
  8. "Records / India in Bangladesh ODI Series, 2014 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৫ 

আরও দেখুন[সম্পাদনা]