কুষ্টিয়া পৌরসভা

স্থানাঙ্ক: ২৩°৫৪′১৩″ উত্তর ৮৯°৮′২″ পূর্ব / ২৩.৯০৩৬১° উত্তর ৮৯.১৩৩৮৯° পূর্ব / 23.90361; 89.13389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুষ্টিয়া
পৌরসভা
কুষ্টিয়া পৌরসভা
কুষ্টিয়া পৌরসভা ভবন
কুষ্টিয়া পৌরসভা ভবন
কুষ্টিয়া বাংলাদেশ-এ অবস্থিত
কুষ্টিয়া
কুষ্টিয়া
বাংলাদেশে কুষ্টিয়া পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৪′১৩″ উত্তর ৮৯°৮′২″ পূর্ব / ২৩.৯০৩৬১° উত্তর ৮৯.১৩৩৮৯° পূর্ব / 23.90361; 89.13389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা
প্রতিষ্ঠাকাল১৮৬৯
আসনকুষ্টিয়া-৩
সরকার
 • পৌর মেয়রআনোয়ার আলী
আয়তন
 • মোট৬৯.৫৬ বর্গকিমি (২৬.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪,১৮,৩১২জন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০০০
ওয়েবসাইটওয়েবসাইট

কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্য-দক্ষিণের শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠত হয়। কুষ্টিয়া বাংলাদেশের ২য় বৃহত্তম পৌরসভা। বর্তমানে এটি ক শ্রেণীর পৌরসভা (বাংলাদেশে ক, খ, গ তিন শ্রেণীর পৌরসভা বিদ্যমান)। এর আয়তন ৬৯.৫৬ বর্গ কিলোমিটার, এবং জনসংখ্যা ৪,১৮,৩১২জন। এটি ২১টি ওয়ার্ডে বিভক্ত।

ইতিহাস[সম্পাদনা]

১৮৬১ সালে পাবনা জেলার অধীনে কুষ্টিয়া মহকুমা গঠিত হয়েছিল। ১৮৬৯ সালের ১লা এপ্রিল তৎকালীন ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮১ সালে প্রতিষ্ঠার একশত বছরেরও বেশি সময় পর পৌরসভাকে সম্প্রসারিত করা হয়।[১]

এলাকাসমূহ[সম্পাদনা]

মজমপুর, কমলাপুর,থানাপাড়া, হাউজিং, আমলাপাড়া,কুঠিপাড়া,আড়ুয়াপাড়া,মিলপাড়া, কালিশংকরপুর, কোর্টপাড়া, বড় বাজার, রাজার হাট,টালিপাড়া,ইদগাহপাড়া,মঙ্গলবাড়িয়া, বাড়াদী, জুগিয়া, বারখাদা, জগতি,হরিশংকরপুর, লাহিনী বটতলা, মোল্লাতেঘরিয়া,চৌড়হাস,বটতৈল, স্টেডিয়ামপাড়া, নারিকেলতলা, ফুলতলা, কদমতলা, পেয়ারাতলা, জামতলা,কাটাইখানা মোড়, কলেজ মোড়, হসপিটাল মোড়, থানা মোড়, বাবর আলী গেট, সিঙ্গার মোড়,চালের বর্ডার, ছয় রাস্তার মোড়,বঙ্গবন্ধু চত্বর, ঝাউতলা, কাস্টমস মোড়, জেলখানার মোড়,ডিসি কোর্ট,পুলিশ লাইন, পিটিআই রোড,নিশান মোড়, বজলুর মোড়, ঘোড়ার ঘাট,আলোকদিয়া,রক্সি গলি,ইবি ক্লাব গলি, মার্কাজ মসজিদ গলি,সোনার বাংলা মসজিদ,র‍্যাব গলি,উপজেলা মোড়, সাদ্দাম বাজার,বিআরবি, কুমারগাড়া এবং এনএস রোড।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কুষ্টিয়া পৌরসভায় ১টি বাস টার্মিনাল ও ২টি রেলওয়ে স্টেশন বিদ্যমিন।

  • কেন্দ্রীয় বাস টার্মিনাল,
কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুষ্টিয়া কোর্ট স্টেশন
কুষ্টিয়া কোর্ট স্টেশন

সড়ক[সম্পাদনা]

  • পাকা ২৫৯.৭৪ কি.মি
চৌড়হাস মোড়ে এন৭০৪
  • সেমি-পাকা ৩৭.৩৭ কি.মিমিঃ
  • কাঁচা ১৩৯.৭৯ কি.মি
  • মোট রাস্তা ৪৩৬.৯০ কি.মি

ড্রেন[সম্পাদনা]

  • প্রাইমারী ড্রেন ৬৯.৬৪ কি.মি
  • সেকেন্ডারী ড্রেন ৫০.৪৬ কি.মি
  • টারশিয়ারী ড্রেন : ৬৬.৬২ কি.মি
  • কাঁচা ড্রেন ২১০.০০ কি.মি
  • মোট ড্রেন ৩৯৬.৭২ কি.মি

অন্যান্য অবকাঠামো বিষয়ক তথ্য[সম্পাদনা]

  • ব্রিজ এর সংখ্যা ২টি
  • কার্লভার্ট এর সংখ্যা ৩২৮টি
  • পার্ক এর সংখ্যা ২ট
  • সড়ক বাতির সংখ্যা ৬০৩৬টি

পানি সরবরাহ বিষয়ক তথ্য[সম্পাদনা]

  • পানির সংযোগ সংখ্যা ১০১৫৮ টি
  • পানির পাইপ লাইনের দৈর্ঘ্য ১৮৯.৫৫ কিঃমিঃ
  • উচ্চ জলাধারের সংখ্যা ৪টি
  • আয়রন/আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা ৪টি
  • প্রতিদিন পানি উৎপাদন ক্ষমতা ১০,৪০০ ঘনমিটার
  • উৎপাদক নলকূপ এর সংখ্যা ২৮টি
  • ষ্ট্রীট হাইড্রেন্ট এর সংখ্যা ৩৫টি
  • হস্তচালিত নলকূপ এর সংখ্যা ৩,৬৬০টি
  • পানি সরবরাহ (পাইপ লাইন) কভারেজ ৩৩%

শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক তথ্য[সম্পাদনা]

  • সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১ টি
কুষ্টিয়া মেডিকেল কলেজ
কুষ্টিয়া মেডিকেল কলেজ
  • বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১টি
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১টি
  • সরকারি কলেজের সংখ্যা ৩টি
  • বেসরকারি কলেজের সংখ্যা ৬টি
  • কারিগরী কলেজের সংখ্যা ২টি
  • সরকারি উচ্চবিদ্যালয়ের সংখ্যা ২টি
কুষ্টিয়া জিলা স্কুল
কুষ্টিয়া জিলা স্কুল
  • বেসরকারি উচ্চবিদ্যালয়ের সংখ্যা ২৬টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৪টি
  • কিন্ডার গার্ডেনের সংখ্যা ৪৭টি
  • মাদ্রাসার সংখ্যা ৩০টি
  • লাইব্রেরির সংখ্যা ৫টি

ধমীয় অবকাঠামো বিষয়ক তথ্য[সম্পাদনা]

  • মসজিদ এর সংখ্যা ১২৮টি
  • মন্দির এর সংখ্যা ৩৫টি
  • গীর্জা এর সংখ্যা ১টি
  • ঈদগা মাঠ এর সংখ্যা ৫৭টি
  • কবর স্থান এর সংখ্যা ২১টি
  • শশ্মান এর সংখ্যা ২টি

স্বাস্থ্য বিষয়ক তথ্য[সম্পাদনা]

  • সরকারি হাসপাতালের সংখ্যা ২টি
কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ
কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ
  • বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ৩৭টি
  • ইপিআই সেন্টারের সংখ্যা ৪৩টি
  • ডায়াগনষ্টিক সেন্টারের সংখ্যা ৪১টি
  • পৌরসভা পরিচালিত হাসপাতালের সংখ্যা ১টি
  • পৌরসভা পরিচালিত ক্লিনিকের সংখ্যা ২টি
  • পাবলিক টয়লেটের সংখ্যা ৫টি

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • যাদুঘর এর সংখ্যা ১টি
  • স্টেডিয়াম এর সংখ্যা ১টি
  • খেলার মাঠ ২১টি
  • ব্যায়ামাগার এর সংখ্যা ২টি
  • টাউন হল এর সংখ্যা ১টি

চিত্রশালা[সম্পাদনা]

কুষ্টিয়া শহরের একাংশ
পৌরসভা ভবন
পৌরসভা ভবন
কুষ্টিয়া শহর
কুষ্টিয়া শহর
কুষ্টিয়া শহর
কুষ্টিয়া শহর
লালন শাহ মাজার
লালন শাহ মাজার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুষ্টিয়া জেলা"জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬