বেণু মাধব (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেণু মাধব
వేణుమాధవ్
জন্ম(১৯৬৯-১২-৩০)৩০ ডিসেম্বর ১৯৬৯
কোদাস, সূর্যপেত জেলা, তেলঙ্গানা, ভারত
মৃত্যু২৫ সেপ্টেম্বর ২০১৯(2019-09-25) (বয়স ৪৯)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, কৌতুকাভিনেতা
পুরস্কারনন্দী পুরস্কার

বেণু মাধব (৩০ ডিসেম্বর ১৯৬৯–২৫ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন উপস্থাপক, অনুকৃতিশিল্পী ও কৌতুকাভিনেতা ছিলেন যিনি ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] তিনি তেলুগু চলচ্চিত্রে বেশি কাজ করলেও তামিল ও কন্নড় চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি অনুকৃতিশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন এবং বিখ্যাত ব্যক্তি, রাজনীতিবিদ ও আঞ্চলিক ভাষায় অনুকৃতি করতেন।[২] তিনি মাস্টার (১৯৯৭) ও থোলি প্রেমা (১৯৯৮) এর মত চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।[৩][৪]

২০০৬ সালে লক্ষ্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুকাভিনেতা বিভাগে নন্দী পুরস্কার লাভ করেছিলেন তিনি। এছাড়াও ২০০৩ সালে দিল ও ২০০৪ সালে সিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুকাভিনেতা বিভাগে সিনেমা পুরস্কার লাভ করেছিলেন তিনি।[৫] তিনি ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২][৬][৭]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র টীকা
১৯৯৬ সম্প্রদায়ম
১৯৯৭ গোকুলামলো সীতা
মাস্টার বেণু
১৯৯৯ সুস্বাগতম
থোলি প্রেমা' আরনল্ড শেখর
থাম্মুদু সুব্বুর বন্ধু
২০০০
যুবরাজু
এন্নাভালে মোহন তামিল
আঙ্কেল
২০০১ লেডি ব্যাচেলরস
প্রিয়ামাইনা নিকু/কাধাল সুঘামানাথু চাচা তেলুগু/তামিল
আক্কা বাভেক্কাদা
স্নেহামান্তে ইদেরা
আন্দারিকি ভান্দানালু
২০০২ আদি
ভাসু
আদ্রুস্তাম তরুণের বন্ধু
সোন্থাম শেশামের বন্ধু
নুভভে নুভভে
গেমেনি
নিনু চুদাকা নেনুদালেনু
২০০৩ নাগা
দিল বেণু
সিমহাদ্রি আইয়ের
কল্যানা রামুদু শেশামের বন্ধু
সাম্বারাম
সিমহাচালাম
পেল্লামথো পানেন্তি
অভিমন্যু
২০০৪ অন্ধ্রওয়ালা
আনান্দায়ামানান্দামায়ে
ভেনকি ট্রেন কালেক্টর নিপ্পু নাগারাজু
আর্য অজয়ের বন্ধু
আদাভি রামুদু হানুমান্থ
সাম্বা ম্যাকডোয়েল মানির সহযোগী
শিব শঙ্কর
ইন্তলো শ্রীমাথি ভিধিলো কুমারী
গৌরী দেব আনন্দ
গুদুম্বা শঙ্কর
সিয়ে নাল্লা বালু
শঙ্কর দাদা এমবিবিএস
মাস ভিক্ষুক
২০০৫ ধৈর্যম
ওরে পাণ্ডু বেণু
সংক্রান্তি নাল্লা বালু
স্রাভানামাসাম এমএ রাত্নাম
বাণী দাইভা সাহায়ামের সহকারী
রাধা গোপালাম
সুভাষ চন্দ্র বোস রেডিও
হাঙ্গামা বালু
মি. এররাবাবু ক্রিস
আথানোক্কাদে গুলাব সিং
আন্দারিভাদু গোবিন্দরাজুর বন্ধু
কাঞ্চানামাল কেবল টিভি
সুপার ট্যাটুইস্ট
প্লিজ নাকু পেল্লাইন্দি গুরুজি
আল্লারি বুল্লোদু বালু
মুদ্দুলা কোদুকু
গুড বয়' ভেতুরি সুন্দারা রামা মূর্তি
পলিটিকাল রাউডি
ছত্রপতি মহেশ নান্দা
জয় চিরঞ্জীবা বেণু
ভাগিরাথা
মোদাতি সিনেমা
মোগুদা পেল্লাম
মহানন্দী
গৌতম এসএসসি
২০০৬ দেবদাসু
লক্ষ্মী টাইগার সাত্তি
হ্যাপি
সারাদা সারাদাগা ওয়েটার
রণম বেণু
রাম
পোকিরি ভিক্ষুক সংগঠনের সহসভাপতি
বাঙ্গারাম সতীশ
কিথা কিথালু চেন ছিনতাইকারী
মায়াজালাম ভূত
অশোকা জাগগু
আন্দালা রামুদু রামুদুর সৎভাই
ভাগ্যলক্ষ্মী বাম্পার ড্র আফিসু
গোপি - গোদ্দা মিদা পিল্লি কৃষ্ণুন্দু
পেল্লাইনা কোথালো
খতরনাক পুলি
আন্নাভারাম নারাসিমহা
২০০৭ দেসামুদুরু চা বিক্রেতা
যোগী
মাহারাধি
এভাদাইথে নাকেন্তি
মাধুমাসাম পুল্লাইয়া
শ্রী মহালক্ষ্মী' ভিক্ষুক
মুন্না মোহন
অপারেশন দুর্যোধন
ভূকৈলাস কৈলাস
টস
আথিধি
ভিয়্যালাভ্রি কায়্যালু
সীমা শাস্ত্রী
তাক্কারি
গোদাভা
মহারাজশ্রী
স্টেট রাউডি
ভাজান্ত্রিলু
২০০৮ কৃষ্ণ প্রজা
দোঙ্গা সাচিনোল্লু
কৃষ্ণার্জুনা
ইদি সাঙ্গাথি
ভদ্রাদ্রি
প্রেমাভিষেকাম নাগেশ্বর রাও
আতাদিস্তা
ভালে দোঙ্গালু লরি চালক
বোম্মানা ব্রাদার্স চন্দনা সিস্টার্স
মাইকেল মাদানা কামারাজু
হরে রাম
উল্লসামগা উতসাহামগা নকল কোটিপতি
মা আয়না চান্তি পিল্লাদু
কাথানায়াকুদু
গাজিবিজি
সিদ্দু ফ্রম সিকুলাম আপেল
গুন্দে ঝাল্লুমান্দি সফটওয়্যার প্রকৌশলী রাজেশ
চিন্তাকায়ালা রবি সাই
ব্লেড বাবজি বাবজির দলেত সদস্য
নেনিন্থে বেণু
কিং টেনসন বোন্দা
২০০৯ মাস্কা
কোচেম ইশতাম কোচেম কাশতাম বাঙ্গারাম
মাল্লি মাল্লি
টিক টিক টিক
কিক গাড়িচালক আজম
না স্টাইল বীরু এস.আই. রাজালিঙ্গম
দ্রোনা
এভারাইনা এপুদাইনা
গোপী গোপিকা গোদাভারি
সামারধুদু
এক নিরঞ্জন চিট্টি
আর্য ২
রুপি ৯৯৯ মাত্রামে
২০১০ সীতা রামুলা কালিয়ানাম লাঙ্কালো
আকাসা রামান্না পি.টিমোথি
স্নেহা গিথাম প্রভাষক এইডস পাপা রাও
সিমহা সংস্কৃত প্রভাষক ভেঙ্কটারাত্নাম
বৃন্দাবনম চিট্টি
কাথি কান্থা রাও ভাসু
২০১১ কাথা স্ক্রিনপ্লে দারসাকাতাভাম আপ্পালারাজু গান্নু
দোঙ্গালা মুথা
শক্তি সাত্তি বাবু
চাত্তাম
বদ্রিনাথ
ধান্দা
মানি মানি মোর মানি শঙ্করাভারানাম
ভিদু থেদা উদাতা ভাস্কর
২০১২ বডিগার্ড 'ক্যাশ' রেড্ডি
রাচা
নুভভেকাদ্দুন্তে নেনাক্কাদুন্তা
২০১৩ নায়ক বেণু
সিথাম্না ভাকিতলো সিরিমাল্লে চেত্তু
জাফফা
সামথিং সামথিং কোন আইস বাভা
আদ্দা
মাসালা আদমশুমারি কর্মকর্তা
নেনেম...চিন্না পিল্লানা?
২০১৪ যুদ্ধম সিনু
লাড্ডু বাবু
জাম্প জিলানি
অটোনগর সূর্য
২০১৫ রে ভাইরাস
রুধ্রামাদেবী তিত্তিবি
২০১৬ ড. পারামানান্দাইয়াহ স্টুডেন্ট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তেলুগু কমেডিয়ান বেণু মাধব আর নেই"সমকাল। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Telugu actor Venu Madhav passes away"। সেপ্টেম্বর ২৫, ২০১৯। 
  3. "Krishna Reddy's Spell: Comedians to Heroes"Oneindia.in। ১১ সেপ্টেম্বর ২০০৮। ১৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১০ 
  4. ChennaiSeptember 25, India Today Web Desk; September 25, 2019UPDATED:; Ist, 2019 13:26। "Popular Telugu comedian Venu Madhav dies at 49 in Secunderabad"India Today [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Photos - Telugu Cinema - Cinemaa Awards 2003"www.idlebrain.com 
  6. "তেলুগু অভিনেতা বেণু মাধবের মৃত্যু"চ্যানেল আই। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  7. "Telugu film comedian Venu Madhav critical"www.thehindu.com। সেপ্টেম্বর ২৫, ২০১৯। 

বহিঃসংযোগ[সম্পাদনা]