মোহাম্মদ সাদত আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ সাদত আলী
জন্ম(১৯৪২-০১-২৮)২৮ জানুয়ারি ১৯৪২
মৃত্যু২৬ এপ্রিল ১৯৭১(1971-04-26) (বয়স ২৯)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
নর্দান কলোরাডো বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাশিক্ষাবিদ
পিতা-মাতা
  • মোহাম্মদ হযরত আলী (পিতা)

মোহাম্মদ সাদত আলী (জন্ম: ২৮ জানুয়ারি ১৯৪২ – মৃত্যু: ২৬ এপ্রিল ১৯৭১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী। যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ হন।[১][২]

জন্ম ও প্রথমিক জীবন[সম্পাদনা]

মোহাম্মদ সাদত আলী জন্ম ২৮ জানুয়ারি ১৯৪২ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার নরসিংদী সদরের রসুলপুর গ্রামে। তার পিতা মোহাম্মদ হযরত আলী।[১]

শিক্ষা জীবন[সম্পাদনা]

মোহাম্মদ সাদত আলী গাজীপুর গাছা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও নরসিংদী কলেজ থেকে ১৯৬০ সালে আই.কম পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বিকম (সম্মান) এবং ১৯৬৪ সালে এমকম ডিগ্রি লাভ করেন। সরকারি বৃত্তি নিয়ে তিনি উচ্চতর গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের নর্দান কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৯ সালে তিনি ডক্টরেট অব এডুকেশন (এড.ডি) ডিগ্রি লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

মোহাম্মদ সাদত আলী নরসিংদী কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক পদে যোগ দেন। তিনি সহকারী অধ্যাপক পদে উন্নীত হন ১৯৬৯ সালে। ১৯৬৯ থেকে ১৯৭১ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে পালন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্নাহ হলের (বর্তমান সূর্যসেন হল) আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করেন।[১]

স্বাধীনতা যুদ্ধ ও গুপ্তহত্যা[সম্পাদনা]

২৬ এপ্রিল ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্নাহ হল (বর্তমান সূর্যসেন হল) থেকে বের হলে পাকিস্তানি সৈন্যরা তাকে বন্দী করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি। বাংলাদেশ ডাকবিভাগ ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আবু মো. দেলোয়ার হোসেন (২০১২)। "আলী, মোহাম্মদ সাদত"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "শহীদ শিক্ষক বুদ্ধিজীবী"ঢাকা বিশ্ববিদ্যালয় -100.du.ac.bd। ২০১৯-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪