শাহজাদাপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪′৩৪″ উত্তর ৯১°১১′৫৩″ পূর্ব / ২৪.০৭৬১১° উত্তর ৯১.১৯৮০৬° পূর্ব / 24.07611; 91.19806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহজাদাপুর
ইউনিয়ন
৯নং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ
শাহজাদাপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
শাহজাদাপুর
শাহজাদাপুর
শাহজাদাপুর বাংলাদেশ-এ অবস্থিত
শাহজাদাপুর
শাহজাদাপুর
বাংলাদেশে শাহজাদাপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪′৩৪″ উত্তর ৯১°১১′৫৩″ পূর্ব / ২৪.০৭৬১১° উত্তর ৯১.১৯৮০৬° পূর্ব / 24.07611; 91.19806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাসরাইল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শাহজাদাপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

শাহজাদাপুর ইউনিয়নের আয়তন ৭,৭৭৩ একর (৩১.৪৬ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুসারে শাহজাদাপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,২৮১ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৮৩ জন এবং মহিলা ১২,৪৯৮ জন। মোট পরিবার ৪,৯১০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৭২ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৩০১-০২ খ্রিষ্টাব্দ ৭০৩ হিজরিতে তৎকালীন সিলেটের রাজা গৌর গোবিন্দ রায়ের বিরুদ্ধে সোনারগাঁওয়ে দিল্লির সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ্ এর পুত্র সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের কাছে সিলেটের কয়েক মুসলমান তাদের নির্যাতনের অভিযোগ করেছিলেন। অভিযোগর প্রেক্ষিতে সোনারগাঁওয়ের সুলতান তার ভাগিনা সিকান্দার খান গাজীর নেতৃত্বে সিলেট অভিযানে সৈন্য প্রেরণ করেন। এ প্রথম অভিযানটি ব্যার্থ হয়ে গেলে ভাগিনার সাহায্যে এগিয়ে আসার জন্য সাঁতগাওএর গভর্নর নাসির উদ্দীনকে তিনি নির্দেশ দেন। এসময় মুসলিম নির্যাতনের কথাশুনে হজরত শেখ জালাল উদ্দীন ইয়েমিনী (হজরত শাহজালাল রঃ) তার সফর সঙ্গীরা ও সিকান্দার খানের সাথে যোগ দেয়।এসময়ে তাদের আরেক সফর সঙ্গী ছিলেন হজরত শাহ রুকন উদ্দিন আনসারী যার মাজার আজও রয়েছে। তার নাম অনুসারে এই এলাকার নাম হয় শাহ্জাদাপূর। তাদের যুদ্ধে রাজা গৌড় গোবিন্দ শোচনীয়ভাবে পরাজিত হয়ে আসামের পার্বত্য অঞ্চলে পলায়ন করে। ইউনিয়নটি প্রতিষ্ঠা হয় ১৯১৯ইংরেজি সালে।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সরাইল উপজেলার পূর্বাংশে শাহজাদাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নোয়াগাঁও ইউনিয়ন, দক্ষিণে শাহবাজপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন, পূর্বে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন, উত্তরে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন এবং উত্তর-পূর্বে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

শাহজাদাপুর ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুসারে শাহজাদাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.২%।[১]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ঢাকা-সিলেট মহাসড়কের তিতাসসেতুর স্থান শাহবাজপুর থেক উত্তরধিকে ওবায়দুল্লাহরোড সরাসরি দেওড়া, মলাইশহয়ে শাহ্জাদাপূরপর্যন্ত পৌঁছেছে এবং মলাইশ গাজীপুর ব্রীজ গোড়া থেকে গাজীপুর সরকারী স্কুল পর্যন্ত কাচাঁ রাস্তা ।

খাল ও নদী[সম্পাদনা]

তিতাস নদী,গাজীপুর খাল।

হাট-বাজার[সম্পাদনা]

  1. দেওড়া বাজার
  2. মলাইশ বাজার
  3. গাজীপুর ব্রীজ সংলগ্ন বাজার
  4. শাহ্জাদাপূর বাজার।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

শাহজাদাপুর গ্রামে অবস্থিত শাহজাদাপুর জোড়দীঘি যার আয়তন প্রায় একটি ১৬একর অন্যটি প্রায় ১২একরের মনোরম পরিবেশ। শাহজাদাপুর গ্রামে অবস্থিত প্রাচীন শাহী দরগাহ জামে মসজিদ অনুমান ১৩০০খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্টিত হয়।চারতলা বিশিষ্ট আধুনিক বিল্ডিংটি মনোরম পরিবেশে অবস্থিত। গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতলা বিশিষ্ট সুন্দর ও মনোরেম পরিবেশে অবস্থিত পাশেই শ্রী শ্রী মা রক্ষা কালি মন্দির ও প্রাচীন বট গাছ যা হিন্দু ধর্মীয়দের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পরিচিত। হজরত শাহ্ রুকন উদ্দিন আনসারি (রঃ) এর মাজার ও মলাইশের তিতাসপাড়।


আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]