আন্দিউড়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দিউড়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলামাধবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৯৯
আয়তন
 • মোট১,৯৩৭ হেক্টর (৪,৭৮৭ একর)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,১৪৬
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭১ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আন্দিউড়া ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

ইতিহাস[সম্পাদনা]

আন্দিউড়া ইউনিয়ন হচ্ছে মাধবপুর সদর ইউপি!! ১৯৯৭ সালের পূর্বে এটি মাধবপুর সদর ইউপির সঙ্গে যুক্ত ছিল!! ১৯৯৭ সালে মাধবপুর সদর ইউপির দক্ষিণ ও পশ্চিম অন্চল নিয়ে মাধবপুর পৌরসভা গঠিত হলে মাধবপুর সদর ইউপির পূর্ব ও উত্তর দিক নিয়ে আন্দিউড়া বা সদর ইউনিয়ন গঠিত হয়!!

ভৌগোণিক উপাত্ত[সম্পাদনা]

পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলটি।

প্রশাসনিক উপাত্ত[সম্পাদনা]

এই ইউনিয়টি টি মৌজার টি গ্রামের সমন্বয়ে গঠিত।

  • গ্রাম -

নির্বাচিত জন-প্রতিনিধি[সম্পাদনা]

আন্দিউড়া ইউনিয়নে ৯ জন নির্বাচিত মেম্বার বা সদস্য রয়েছে! মহিলাদের জন্য সংরক্ষিত ৩ টি সদস্যপদ রয়েছে!

বর্তমানে আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান (আতিক) বাংলাদেশ আওয়ামী লীগ

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

আন্দিউড়া ইউনিয়নে তিনটি উচ্চ বিদ্যালয় রয়েছে;

১. আন্দিউড়া উম্মেতুননেছা উচ্চ বিদ্যালয়

২. সুলতানপুর উচ্চ বিদ্যালয়

৩. ডা: বিল্লাল হোসেন উচ্চ বিদ্যালয়

এছাড়া ১৩ টি সরকারি স্কুল রয়েছে!!

অর্থনীতি[সম্পাদনা]

কৃষি ও শিল্প নির্ভর এই অন্চল

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

যোগাযোগের ক্ষেত্রে সিএনজি, অটোরিক্সা ব্যবহার উল্লেখযোগ্য এই অন্চলে! সিলেট-ঢাকা মহাসড়কটি এই ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়াই এখানে অনেক বাস স্ট্যান্ড গড়ে উঠেছে!! এর মধ্যে উল্লেখ যোগ্য বাস স্ট্যান্ড হলো: দক্ষিণ হাড়িয়া বাসস্ট্যান্ড, হাড়িয়া উত্তর বাস্ট্যান্ড, বাকসাইর বাস্ট্যান্ড, আন্দিউড়া বাস্ট্যান্ড

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা[সম্পাদনা]

দর্শনীয় স্থান হিসাবে আছেঃ[সম্পাদনা]

  • হাড়িয়া পুরাতন রাজবাড়ি হাড়িয়ার উত্তর ও পশ্চিম দিকে রয়েছে
  • আকিজ গ্লাস কোম্পানি বিখ্যাত হাইওয়ে হোটেল, হবিগঞ্জ জেলা প্রশাসনিক পর্যটন পার্ক!

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sangbad, Protidiner। "কালের সাক্ষী দেববাড়ী"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]