ব্যবহারকারী আলাপ:সৌমেন মান্না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আগস্ট 2019[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি NahidSultan। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৩, ২৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ নিবন্ধ তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয়, সৌমেন মান্না বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। সম্প্রতি আপনি তিনটি নিবন্ধ তৈরি করেছেন। যেগুলোর একটিও সম্পূর্ণ করেননি বরঞ্চ ইংরেজিতেই রেখে দিয়েছেন। অনুগ্রহ করে নিবন্ধ একটি একটি তৈরি করে পুরোপুরি অনুবাদ ও সম্পূর্ণ করুন। ছোট নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন - আল রিয়াজ উদ্দীন ১২:৩৬, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার ইমেইল এসেছে![সম্পাদনা]

হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন! উইকিপিডিয়া বিষয় সম্পর্কিত।
১৪:৩৬, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

আপনাকে উইকিপিডিয়া স্বাগতম. ‌ আশাকরি নিশ্চয়ই ভালো আছেন আপনি ইতিমধ্যে অনেক নিবন্ধন তৈরি করেছেন যেটা প্রায় অসম্পূর্ণ বললেই চলে কারন এ নিবন্ধ নিয়ে আপনি সম্পূর্ণ করছেন না । দয়াকরে নিবন্ধন গুলো সম্পন্ন করুন। তারপর অন্য নিবন্ধন তৈরি করুন। আর আপনি নিবন্ধন তৈরি করার আগে প্রথম নিবন্ধন পাতাটি অধ্যায়ন করুন। তারপর নিবন্ধন তৈরি করে উইকিপিডিয়া উন্নয়নের সক্ষম হন। আপনার নিবন্ধন গুলো খুবই সুন্দর কিন্তু কিছু কারনে অসুন্দর হয়ে যাচ্ছে সেগুলো ঠিক করুন। ধন্যবাদ Skh sourav halder (আলাপ) ১৪:৩৬, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Try new editing features before they're available to public[সম্পাদনা]

প্রিয় সৌমেন মান্না,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ১৬:৪২, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

১ম প্যান্জার বাহিনী (ওয়েহারম্যাক্ট)-এর খসড়া নামস্থানে স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সৌমেন মান্না, ১ম প্যান্জার বাহিনী (ওয়েহারম্যাক্ট) নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয়, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যান্ত্রিক/অসংলগ্ন অনুবাদ এবং নিবন্ধের প্রায় অর্ধাংশ অ-বাংলা ভাষায় লিখিত। মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।

পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। Aishik Rehman (আলাপ) ০৪:০৪, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]