ব্যবহারকারী:স্থপতি খালিদ মাহমুদ

এই ব্যবহারকারীর বাংলা উইকিপিডিয়ায় স্বয়ংনিশ্চিতকৃত অধিকার রয়েছে।
এই ব্যবহারকারী নতুন উইকিপিডিয়ানদের স্বাগতম জানায়!
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থপতি খালিদ মাহমুদ
— উইকিপিডিয়ান —
[[File:]]
Dhaka
জন্মবরিশাল
জাতীয়তাবাংলাদেশী
বর্তমান অবস্থানঢাকা
সময় অঞ্চলইউটিসি+০৬:০০
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাস্থপতি, লেখক,
শিক্ষামাস্টার্স ইন আর্কিটেকচার, (চলমান)
বিশ্ববিদ্যালয়বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মইসলাম
আগ্রহ
ব্যবহারকারী বাক্স
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা

ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।

উইকিপিডিয়া এশীয় মাসএই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাসে অবদান রেখেছেন।

খালিদ মাহমুদ শাহীন বাংলা ভাষায় স্থাপত্য ও শিল্প নিয়ে গবেষনারত তরুন স্থপতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এম আর্ক গবেষক হিসেবে অধ্যয়নরত। ইত:পূর্বে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে গ্রাজুয়েশন করে স্থপতি হিসেবে স্বাধীনভাবে চর্চা করছেন। পাশাপাশি লেখালেখি করছেন বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে।

অবদান[সম্পাদনা]

নিবন্ধ যোগ

  1. জেনির বড় মসজিদ
  2. কফম্যান ডেজার্ট হাউজ
  3. ফলিংওয়াটার
  4. কোর্ট অব মার্টল
  5. অক্সফোর্ড মিশন এপিফানী গির্জা
  6. আর্ক দুর্গ
  7. আবু আব্দুল্লাহ আল রুদাকি
  8. পাবলিক নলেজ প্রজেক্ট
  9. ওয়াল্ট ডিজনি কনসার্ট হল
  10. বায়তুর রউফ মসজিদ
  11. গোলকোন্ডা দুর্গ
  12. রিজিয়া পরম্পরা
  13. থিম্পু স্মৃতিস্তম্ভ
  14. সিম রিপ আন্তর্জাতিক বিমানবন্দর
  15. এনসিয়েন্ট সায়াম
  16. স্থপতি জেফ্রি বাওয়া
  17. স্তুপা
  18. আনিভা বাতিঘর
  19. ওয়াইজ হাউজ
  20. জেমস ওয়াইজ
  21. তাকসিম স্কয়ারতাকসিম মসজিদ
  22. মিউজিয়াম অব দ্য ফিউচার, কাতার
  23. জিন ন্যুভেল

নিবন্ধ সমৃদ্ধকরণ

  1. বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
  2. আলহামরা
  3. কলোসিয়াম
  4. মাহমুদ গজনভি
  5. সেলাঙ্গর
  6. জিন্দা পার্ক
  7. বরিশাল বিমানবন্দর
  8. চামলিজা মসজিদ

সম্মাননা[সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় স্থপতি খালিদ মাহমুদ,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯


সুপ্রিয় স্থপতি খালিদ মাহমুদ!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), মঙ্গলবার ৫:৫৬, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)