অ্যালোন (২০১৫-এর হিন্দি চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালোন
অফিসিয়াল পোস্টার
পরিচালকভূষণ প্যাটেল
প্রযোজক
  • কুমার মঙ্গত
  • অভিষেক পাঠক
  • প্রদীপ আগরওয়াল
  • প্রশান্ত শর্মা
শ্রেষ্ঠাংশে
সুরকার
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৬ জানুয়ারি ২০১৫ (2015-01-16)
স্থিতিকাল১৩৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১৮ কোটি টাকা
আয়প্রা. ২৫ কোটি টাকা[১]

অ্যালোন হল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হরর চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন ভূষণ প্যাটেল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিপাশা বসুকরণ সিং গ্রোভার। ছবিটি টেলস ফ্রম দ্য ক্রিপ্ট ধারাবাহিকের "মাই ব্রাদার্স কিপার" পর্ব অমলম্বনে নির্মিত একই শিরোনামের একটি থাই চলচ্চিত্রের পুনর্নির্মাণ।

কাহিনি-সারাংশ[সম্পাদনা]

ছবির সূত্রপাত কেরলে এক ঝড়ের রাতে। গাছের একটি বড়ো ডাল পড়ে একটি আউটহাউসের ছাদ ভেঙে পড়ে। যে মহিলা সেই আউটহাইস পরিদর্শনে এসেছিলেন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

অন্য একটি শহরে সেই মহিলার মেয়ে সঞ্জনা একসঙ্গে নিজের জন্মদিন পালন করতে না পেরে (বিপাশা বসু) তার স্বামী কবীর (করণ সিং গ্রোভার) ঝগড়া করছিলেন। মায়ের দুর্ঘটনার খবর পেয়ে তারা বিমানে দ্রুত কেরলের পথে রওনা হন।

কলাকুশলী[সম্পাদনা]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

অ্যালোন
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৩ জানুয়ারি ২০১৫ (2015-01-03)[২]
ঘরানাকাহিনিচিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২০:০৬
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজককুমার মঙ্গত
বহিঃস্থ অডিও
audio icon ইউটিউবে অডিও জ্যুকবক্স

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]