গল্লাই ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°২৬′২৫″ উত্তর ৯০°৫৫′৫৩″ পূর্ব / ২৩.৪৪০২৮° উত্তর ৯০.৯৩১৩৯° পূর্ব / 23.44028; 90.93139
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গল্লাই
ইউনিয়ন
১০নং গল্লাই ইউনিয়ন পরিষদ
গল্লাই চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গল্লাই
গল্লাই
গল্লাই বাংলাদেশ-এ অবস্থিত
গল্লাই
গল্লাই
বাংলাদেশে গল্লাই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৬′২৫″ উত্তর ৯০°৫৫′৫৩″ পূর্ব / ২৩.৪৪০২৮° উত্তর ৯০.৯৩১৩৯° পূর্ব / 23.44028; 90.93139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচান্দিনা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গল্লাই বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

  • ১০,০০০ একর প্রায়।

জনসংখ্যা[সম্পাদনা]

  • বর্তমানে জনসংখ্যা ২০,০০০ (বিশ হাজার) প্রায়।

ইতিহাস[সম্পাদনা]

গল্লাই ইউনিয়ন পূর্বে গল্লাই উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

চান্দিনা উপজেলার পশ্চিমাংশে গল্লাই ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সুহিলপুর ইউনিয়ন, উত্তরে বাতাঘাসী ইউনিয়ন, উত্তর-পূর্বে মহিচাইল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

গল্লাই ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
  • আবেদা নূর বিএম কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • আবেদা নূর বালক উচ্চ বিদ্যালয়
  • আবেদা নূর বালিকা উচ্চ বিদ্যালয়
  • কংগাই উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  • আবেদা নূর ফাযিল মাদ্রাসা
  • আবেদা নূর কওমী মাদ্রাসা
  • গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গল্লাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কংগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কংগাই (দ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কংগাই (উঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ঢাকা চট্রগ্রাম মহাসড়ক এর পাশে কুটুম্বপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে কালিয়ারচর বাজার আসলেই গল্লাই ইউনিয়নের সব জায়গায় যাওয়া যাবে। এছাড়া মাধাইয়া থেকেও কালিয়ারচর বাজার যাওয়া যায়।

খাল ও নদী : ‌‌কোন নদী না থাকলেও একটি খাল রয়েছে।[সম্পাদনা]

  • বড় খাল পাড়।
  • বাইশা তলি খাল।
  • মিরাখলা বড় খাল।
  • ঘাটাদোয়ারিয়া খাল।

হাট-বাজার[সম্পাদনা]

গল্লাই ইউনিয়নের প্রধান বাজার কালিয়ারচর বাজার।

  • কংগাই হোটকাতলি বাজার।
  • কংগাই (দ:) পাড়া দৈনিক মৌলভী বাজার।
  • কংগাই (উ:) পাড়া দৈনিক বাজার।
  • তালতলী বাজার।
  • মিরাখলা বাজার।
  • কালিয়ারচর বাজার।
  • মদিনা বাজার।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • ঘুরগার বিল
  • লাল মসজিদ

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম।
  • জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান।
  • হাজী মমতাজ উদ্দিন সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড।
  • মোঃ ফয়েজ উল্লাহ বর্তমান মেম্বার ৩ নং ওয়ার্ড।
  • বিউটি আক্তার বর্তমান মেম্বার ৩ নং ওয়ার্ড।
  • সহিদ উল্লাহ সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড।
  • মোঃ সেলিম সমাজ সেবক ৩ নং ওয়ার্ড।
  • হারুনুর রশিদ সমাজ সেবক ৩ নং ওয়ার্ড।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]