আবদুল হাফিজ (সাহিত্যিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হাফিজ
জন্ম১৯০৭ সাল
লক্ষ্মীপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৩০ অক্টোবর ১৯৯৪(1994-10-30) (বয়স ৮৬–৮৭)
ঢাকা, বাংলাদেশ
পেশাসাহিত্যিক, সাংবাদিক
জাতীয়তাব্রিটিশ ভারত, পাকিস্তানবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাইংরেজি, বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
ধরনসাংবাদিকতা, অনুবাদ সাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলি
  • যা দেখেছি
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার ১৯৭৭ সাল

আবদুল হাফিজ (১৯০৭-১৯৯৪) ছিলেন একজন বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তার অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে তাকে অনুবাদক হিসেবে বাংলা একাডেমী পদক প্রদান করা হয়।[১]

প্রথম জীবন[সম্পাদনা]

আবদুল হাফিজের জন্ম ডিসেম্বর ১৯০৭ সালে ব্রিটিশ রাজ্যের পূর্ববাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লক্ষ্মীপুরে। তার পিতা মুন্সী আফতাবউদ্দীন ছিলেন পারস্য ভাষার পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে তিনি ফুটবল দলের সদস্য ছিলেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

আবদুল হাফিজ ডিসেম্বর ১৯৩৩ সালের কলকাতা পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন। ভারত বিভাজনের সময় তিনি এমএ শেষ বর্ষে ছিলেন। পূর্ব পাকিস্তানে চলে যান এবং পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৫০ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তিনি গোয়েন্দা শাখার উপ-সুপারিন্টেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে তাকে অতিরিক্ত সুপারিনটেনডে পদোন্নতি দেওয়া হয়। তিনি স্বেচ্ছায় পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ফ্র্যাংকলিন বুক প্রোগ্রামের প্রধান সম্পাদক ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাথে যোগ দেন এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রচনা সম্পাদনা করেন। তিনি বিদেশী বই বাংলায় অনুবাদ করতেন। ১৯৭৭ সালে তার অনুবাদ কাজের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারে ভূষিত হন। ১৯৮৮ সালে আবদুল হাফিজ তার পিতা ও তার নিজ নামে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেন। এ ট্রাস্ট ফান্ডের উদ্দেশ্য হলো এতদঞ্চলে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ফারসি চর্চাকে উৎসাহ প্রদান করা। তিনি ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সপ্তাহিক রব্বারের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। [২]

মরণ[সম্পাদনা]

১৯৯৪ সালের ৩০ অক্টোবর তিনি মারা যান। [২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা – বাংলা একাডেমি"বাংলা একাডেমি। ১১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯ 
  2. লালা রূখ সেলিম (২০১২)। "হাফিজ, আবদুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]