বাঘবেড় জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাঘবেড় জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানপূর্বধলা উপজেলা
শহরপূর্বধলা উপজেলা, নেত্রকোণা জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছেঅজানা
স্বত্বাধিকারীঅজানা
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

বাঘবেড় জমিদার বাড়ি বাংলাদেশ এর নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বাঘবেড় নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ইতিহাস[সম্পাদনা]

কবে নাগাদ এবং কার দ্বারা বাঘবেড় জমিদার বংশ প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। বাঘবেড় জমিদার বংশধররা পূর্বধলা উপজেলার আরেক জমিদার বংশ নারায়ণডহর জমিদার বংশের সাথে রক্তসূত্রে সম্পর্কিত। তবে এই জমিদার বংশধররা প্রথমে তালুকি অর্থাৎ তালুকদার হিসেবে মুক্তাগাছার জমিদারদের আওতাভুক্ত ছিলেন। পরবর্তীতে সুসং জমিদার বংশের কাছ থেকে কিছু অংশ জমিদারী ক্রয় করে তারা তাদের স্বতন্ত্র জমিদারীর সূচনা করেন।

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাঘবেড় জমিদার বাড়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯। ২৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯