লেন টাকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেন টাকেট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামলিন্ডসে রিচার্ড টাকেট
জন্ম(১৮৮৫-০৪-১৯)১৯ এপ্রিল ১৮৮৫
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু৮ এপ্রিল ১৯৬৩(1963-04-08) (বয়স ৭৭)
ব্লুমফন্তেইন, অরেঞ্জ ফ্রি স্টেট, দক্ষিণ আফ্রিকা
ডাকনামলেন
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
সম্পর্কপুত্র: লিন্ডসে টাকেট
বোন জামাই: জো কক্স
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৮৯)
১ জানুয়ারি ১৯১৪ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫০
রানের সংখ্যা ১,২১৯
ব্যাটিং গড় ১৮.১৯
১০০/৫০ ০ / ০ ০ / ৪
সর্বোচ্চ রান ০* ৭০
বল করেছে ১২০ ৮,৩৪৪
উইকেট ১৬৭
বোলিং গড় - ৩০.০৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ৭/৭০
ক্যাচ/স্ট্যাম্পিং ২ / ০ ২৩ / ০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ জুলাই ২০১৯

লিন্ডসে রিচার্ড লেন টাকেট (ইংরেজি: Len Tuckett; জন্ম: ১৯ এপ্রিল, ১৮৮৫ - মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৬৩) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কোয়াজুলু-নাটালফ্রি স্টেট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী উপস্থাপন করতেন ‘লেন’ ডাকনামে পরিচিত লেন টাকেট

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯০৯-১০ মৌসুম থেকে ১৯২৯-৩০ মৌসুম পর্যন্ত লেন টাকেটের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বোলার হলেও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অপ্রত্যাশিত ব্যাটিং রেকর্ডের সাথে লেন টাকেটের নাম জড়িয়ে রয়েছে। ১৯২৫-২৬ মৌসুমের কারি কাপে ব্লুমফন্তেইনে অনুষ্ঠিত খেলায় অরেঞ্জ ফ্রি স্টেটের সদস্যরূপে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে দশম উইকেট জুটিতে উভয় ইনিংসে শতরানের জুটি গড়েন। এ অনন্য সাধারণ রেকর্ডটি একমাত্র ঘটনা হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে স্বীকৃতি পেয়ে আসছে। প্রথম ইনিংসে ল্যান্সলট ফুলারের সাথে ১১৫ ও দ্বিতীয় ইনিংসে ফ্রাঙ্ক কলফিল্ডের সাথে ১২৯ রান তুলেন। ঐ খেলায় তার দল ৪৬ রানে জয় পেয়েছিল।[২]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন লেন টাকেট। ১ জানুয়ারি, ১৯১৪ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংরেজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।

১৯১৩-১৪ মৌসুমে ইংল্যান্ড ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা গমন করে। পাঁচ টেস্টের গড়া সিরিজের তৃতীয় টেস্টে সেসিল ডিক্সনের সাথে একযোগে অভিষেক ঘটে তার।[৩] তবে, অভিষেক পর্বটি সুখকর হয়নি। প্রথম ইনিংসে সিডনি বার্নসের বলে শূন্য রানে বোল্ড হন ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত থাকেন। বল হাতে ০/৪৫ ও ০/২৪ পান। ঐ টেস্টে সফরকারী দল ৯১ রানে জয় পেয়েছিল। এরপর আর তাকে টেস্ট আঙ্গিনায় খেলতে দেখা যায়নি।

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর অরেঞ্জ ফ্রি স্টেট ইউনিয়নের সভাপতিসহ টেস্ট দল নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। ৮ এপ্রিল, ১৯৬৩ তারিখে ৭৮ বছর বয়সে অরেঞ্জ ফ্রি স্টেটের ব্লুমফন্তেইন এলাকায় লেন টাকেটের দেহাবসান ঘটে।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১৯৪৭-৪৮ মৌসুমে নয় টেস্টে অংশগ্রহণকারী লিন্ডসে টাকেটের পিতা ছিলেন। এছাড়াও, তার বোন জামাই জো কক্স দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি টেস্টে অংশ নিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Len Tuckett" ESPNCricInfo. Retrieved 2015-09-22.
  2. "Orange Free State versus Western Province"CricketArchive। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১২ 
  3. "England in South Africa (1913 – 1914): Scorecard of third Test"। Cricinfo। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]