আন্তর্জাতিক জনসেবা দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক জনসেবা দিবস
জাতিসংঘ-এর পতাকা
পালনকারীজাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র ও সংস্থা
ধরনআন্তর্জাতিক দিবস
উদযাপনএকটি সুনির্দিষ্ট প্রতিপাদ্যের আলোকে কর্মসূচী পালন
তারিখ২৩ জুন
সংঘটনবাৎসরিক

আন্তর্জাতিক জনসেবা দিবস বিশ্বজুড়ে জাতিসংঘ কর্তৃক পালিত একটি বিশেষ দিন, যা এর সদস্য রাষ্ট্রগুলোতে প্রতিবছর ২৩ জুন তারিখে উদযাপিত হয়।[১] মূলতঃ জাতিসংঘের প্রস্তাবনা ও তত্ত্বাবধানে পালিত হয় বলে এই দিবসটি জাতিসংঘ জনসেবা দিবস নামেও পরিচিত; অন্যদিকে বাংলাদেশে সর্বপ্রথম ২০১৭ সালে দিবসটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালিন করা হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৫৭/২৭৭ ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতিবছর ২৩ জুন তারিখে জনসেবা দিবস পালন করা হবে;[৩] এবং এর ফলশ্রুতিতে ২০০৩ সালে সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়।[৪]

লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]

বিশ্বব্যাপী জনসেবা দিবস উদযাপনের কারণ হিসাবে জাতিসংঘের ঘোষণায় বলা হয় যে,[৪]

celebrates the value and virtue of public service to the community; highlights the contribution of public service in the development process; recognizes the work of public servants, and encourages young people to pursue careers in the public sector.

পালিত কর্মসূচী[সম্পাদনা]

বর্ণাঢ্য র‌্যালি, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি এদিন সাধারণ জনগণকে বিভিন্ন সেবা দেয়ার সাথে জড়িত ব্যক্তিবর্গকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন-পরিচালকগণ ছাড়াও সেবাগ্রহীতাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো ও বিভিন্ন ক্ষেত্র অবদানের জন্য পুরস্কৃত করা হয়।[৫][৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আন্তর্জাতিক জনসেবা দিবস"দৈনিক সিলেটের ডাক (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  2. "Nation observes first Public Service Day today"দি ইনডিপেন্ডেন্ট (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  3. "Public Service Day"। timeanddate.com। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  4. "United Nations Public Service Day"। United Nations। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  5. "আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত"দৈনিক যুগান্তর (অনলাইন ভার্সন)। ২৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯ 
  6. "দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জনসেবা দিবসের শোভাযাত্রা"সময় সংবাদ (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯ 
  7. "নানা কর্মসূচিতে আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত"দৈনিক প্রথমআলো (অনলাইন ভার্সন)। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯ 

বহি:সংযোগ[সম্পাদনা]