উলুবেড়িয়া মহকুমা

স্থানাঙ্ক: ২২°২৮′ উত্তর ৮৮°০৭′ পূর্ব / ২২.৪৭° উত্তর ৮৮.১১° পূর্ব / 22.47; 88.11
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উলুবেড়িয়া মহকুমা
মহকুমা
উলুবেড়িয়া মহকুমার মানচিত্র
উলুবেড়িয়া মহকুমার মানচিত্র
উলুবেড়িয়া মহকুমা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
উলুবেড়িয়া মহকুমা
উলুবেড়িয়া মহকুমা
উলুবেড়িয়া মহকুমা ভারত-এ অবস্থিত
উলুবেড়িয়া মহকুমা
উলুবেড়িয়া মহকুমা
পশ্চিমবঙ্গে ও ভারতের মানচিত্রে উলুবেড়িয়া মহকুমার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৮′ উত্তর ৮৮°০৭′ পূর্ব / ২২.৪৭° উত্তর ৮৮.১১° পূর্ব / 22.47; 88.11
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
সদর দফতরউলুবেড়িয়া
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএসও ৩১৬৬-২:আইএন
যানবাহন নিবন্ধনডব্লিউবি
ওয়েবসাইটwb.gov.in

উলুবেড়িয়া মহকুমা হল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত একটি মহকুমা। এই মহকুমার অধীনে রয়েছে ১টি পুরসভা (উলুবেড়িয়া) এবং ৯টি সমষ্টি উন্নয়ন ব্লক। যার মধ্যে রয়েছে ৯০টি গ্রাম পঞ্চায়েত এবং ছয়টি জনসংখ্যা শহর[১] ছয়টি জনসংখ্যা শহর হল: খালোর, বাগনান, নাউপালা, সন্তোষপুর, বলরামপোতা এবং উত্তর পীরপুর[২] মহকুমার সদর দফতর উলুবেড়িয়া শহরে অবস্থিত। সমগ্র বিভাগটি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। [৩]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

শ্রীরামকৃষ্ণ আশ্রম, বৃন্দাবনপুর, উলুবেড়িয়া
সামতাবেড় গ্ৰামস্থিত অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘হেরিটেজ’ তকমাপ্রাপ্ত ঐতিহ্যশালী বসতবাটী
আমতা মেলাই চণ্ডী মন্দিরের প্রবেশদ্বার
বিভাগ সদর দফতর [৪] জনসংখ্যা শহর (গুলি) [২] গ্রাম পঞ্চায়েত [১] পুলিশ এলাকা [৫] পশ্চিমবঙ্গ বিধানসভা এলাকা
উলুবেড়িয়া পৌরসভা উলুবেড়িয়া উলুবেড়িয়া উলুবেড়িয়া পূর্ব
উলুবেড়িয়া ১ উলুবেড়িয়া ৫: ধুলাসিমলা, আলিপুকুর, হীরাপুর, চণ্ডীপুর, কৈজুড়ী ৯: বহিরা, হাটগাছা-১, হাটগাছা-২ কালীনগর, চাঁদপুর, মহেশপুর, বীরশিবপুর, ধুলাসিমলা, হিরাপুর, তাপনা। উলুবেড়িয়া উলুবেড়িয়া দক্ষিণ
উলুবেড়িয়া ২ রাজাপুর ১৩: সন্তোষপুর, বলরামপোতা, উত্তর পীরপুর, বাণীবন জগদীশপুর, কাঁটাবেড়িয়া, তেহট্ট, বাসুদেবপুর, রঘুদেবপুর, ঘোষালচক, বাণীবন, বৃৃন্দাবনপুর, খালিসানি, মহিষরেখা ৮: বাণীবন, খলিসানি, তেহট্ট-কাঁটাবেড়িয়া ১, তেহট্ট-কাঁটাবেড়িয়া ২, বাসুদেবপুর, রঘুদেবপুর, জোয়ারগড়ি ও তুলসীবেড়িয়া রাজাপুর (উলুবেড়িয়া) উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর (সংরক্ষিত)
আমতা ১ আমতা ৭: আমতা, কানপুর, বসন্তপুর, দেওড়া, চন্দ্রপুর, ভাণ্ডারগাছা, উদং ১৩: আমতা, ভান্ডারগাছা, খোসালপুর, উদং ২, আনুলিয়া, চন্দ্রপুর, রাসপুর, বালিচক, কানপুর, সিরাজবাটী, বসন্তপুর, খড়দহ ও উদং ১ আমতা উদয়নায়নপুর, উলুবেড়িয়া উত্তর (এসসি)
আমতা ২ জয়পুর ফকিরদাস ৩: ঘোড়াবেড়িয়া, পশ্চিম গাজীপুর, পশ্চিম খালনা ১৪: অমরগরি, ঘোড়াবাড়িয়া চিত্তান, খলনা, তাজপুর, ভাতোটা, ঝাঁটিয়া, কাসমোলি, থালিয়া, বিনালা কৃষ্ণবতী, জয়পুর, কুসবারিয়া, গাজীপুর, ঝখিরা ও নওপাড়া জয়পুর ও আমতা আমতা
উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর ১১: ভবানীপুর বিধিচন্দ্রপুর, হারালি উদয়নারায়ণপুর, খিলা রামপুর-দিহিভুরসুট আসন্দার, কুর্চি শিবপুর, দেবীপুর, হারিশপু, রঘুনাথপুর, গর্ভবানীপুর-সোনাতলা, কানুপাট মনসুকা, পঞ্চরুল এবং সিংতি উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর
বাগনান ১ বাগনান ১০: খালোর, বাগনান, চন্দ্রপুর, দেউলগ্রাম, কল্যাণপুর, খাদিনান, কড়িয়া, পশ্চিম বাইনান, খাজুট্টি, বাঙ্গালপুর ১০: বাগনান-আমি, বক্সিহাট, হাটুরিয়া-২, সাবসিত, বাগনান -২, বাঙ্গালপুর, কল্যাণপুর, বাইনান, হাটুরিয়া ১ এবং খালোর বাগনান বাগানান, আমতা
বাগনান ২ বাগনান ৭: নাউপালা, বরুন্দা, কুলিতাপাড়া, বাঁটুল, কানাইপুর, মুগকল্যাণ, হাল্যান ৭: আন্টিলা, চন্দ্রভাগ, মুগকল্যান বেনাপুর, বাঁটুল-বৈদ্যনাথপুর, সারাতচন্দ্রা, হাল্যান এবং ওরফুলি বাগনান বাগনান
শ্যামপুর ১ শ্যামপুর ৪: শ্যামপুর, ডিঙাখোলা, রাধাপুর, জল্লাবাদ ১০: বালিচাতুরী, বেলারি, কমলপুর, শ্যামপুর, বানেশ্বরপুর ১, ধান্দালি, নবগ্রাম, বানেশ্বরপুর ২, ডিঙাখলা এবং রাধাপুর শ্যামপুর উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর
শ্যামপুর ২ শশাটি ৩: শশাটি, নাউল, ডিহিমন্ডলঘাট ৮: অমরদহ, বারগরাম, দেহিমন্ডলঘাট ২, নকল, বাকৃরী, দেহিমন্ডলঘাট-১, খাড়ুবেড়িয়া ও শশাটি শ্যামপুর শ্যামপুর

বিধানসভা কেন্দ্রসমূহ[সম্পাদনা]

উলুবেড়িয়া মহকুমার মানুষজন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদকে নির্বাচিত করেন। [৩] পশ্চিমবঙ্গ বিধানসভায় ৭টি আসন রয়েছে এই মহকুমা থেকে। উলুবেড়িয়া উত্তর বিধানসভা নির্বাচনক্ষেত্রটি তফসিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত।

  • উলুবেড়িয়া পূর্ব (বিধানসভা কেন্দ্র ১৭৬):- উলুবেড়িয়া পুরসভা এলাকা, এবং উলুবেড়িয়া-২ ব্লকের অধীন খলিসানিরঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে বিধানসভা কেন্দ্রটি।
  • উলুবেড়িয়া উত্তর (সংরক্ষিত) (বিধানসভা কেন্দ্র ১৭৯):- উলুবেড়িয়া-২ ব্লকের অন্তর্গত ছয়টি গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ: বাণীবন, বাসুদেবপুর, জোয়ারগোড়ি, তেহট্ট কাঁটাবেড়িয়া-১, তেহট্ট কাঁটাবেড়িয়া-২ ও তুলসীবেড়িয়া; এবং আমতা-১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত: আমতা, ভান্ডারগাছা, চন্দ্রপুর, খড়দহ, রসপুর, সিরাজবাটী, উদং-১ এবং উদং-২ নিয়ে গঠিত হয়েছে এই বিধানসভা কেন্দ্রটি।
  • উলুবেড়িয়া দক্ষিণ (বিধানসভা কেন্দ্র ১৮০):- সম্পূর্ণ উলুবেড়িয়া-১ ব্লক, এবং শ্যামপুর-২ ব্লকের বেলারি, ধান্দালি, বালিচাতুরি এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েত নিয়ে বিধানসভা কেন্দ্রটি গঠিত।
  • শ্যামপুর (বিধানসভা কেন্দ্র ১৮১):- সম্পূর্ণ শ্যামপুর-২ ব্লক এবং শ্যামপুর-১ ব্লকের অন্যান্য ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বিধানসভা কেন্দ্রটি।
  • বাগনান (বিধানসভা কেন্দ্র ১৮২):- পুরো বাগনান-২ ব্লক থেকে গঠিত, এবং বাগনান-১ এর বাঙ্গালপুর, হাতুরিয়া-১, হাতুরিয়া -২ এবং খালোরের নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বিধানসভা কেন্দ্রটি।
  • আমতা (বিধানসভা কেন্দ্র ১৮৩):- বাগনানে-সিডি ব্লকের অধীনে আমতা-২ এবং অন্যান্য চারটি গ্রাম পঞ্চায়েত থেকে গঠিত।
  • উদয়নারায়ণপুর (বিধানসভা কেন্দ্র ১৮৪):- সম্পূর্ণ উদয়নারায়ণপুর ব্লক এবং আমতা থেকে অন্য পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বিধানসভা কেন্দ্রটি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ১৯ মার্চ ২০০৮। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮ 
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮ 
  3. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 15, 24। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০০৯ 
  4. "Contact details of Block Development Officers"Howrah district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০০৮ [অকার্যকর সংযোগ]
  5. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। ১৬ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮