ইমামুজ্জামান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইমামুজ্জামান চৌধুরী
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
পরিচিতির কারণমুক্তিযোদ্ধা, বীর বিক্রম

ইমামুজ্জামান চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যিনি ১৯৯৬ সালে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের প্রয়াস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কর্মজীবন[সম্পাদনা]

ইমামুজ্জামান চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধে লেফটেন্যান্ট হিসেবে যুদ্ধ করেছিলেন।[১] স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে।[২] তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে কাজ করেন। ২০০১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।[৩] ১৯৯৬ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এ. এস. এম. নাসিম এক অভ্যুত্থানের চেষ্টা করেন। কিন্তু তা ব্যর্থ হয় জেনারেল ইমামুজ্জামান চৌধুরী এর প্রতিরক্ষামূলক ভূমিকার কারণে। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবদুর রহমান বিশ্বাস[৪][৫]

ইমামুজ্জামান চৌধুরীকে ২০০৩ সালের ২২ অক্টোবর তিন বছরের চুক্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।[৩] তার কার্যালয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সাবসিডিয়ারি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটি থেকে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।[৬][৭] নভেম্বর ২০০৬ সালে চাকরি থেকে বরখাস্ত হওয়া পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সৈয়দা মমতাজ শিরীন (২০১২)। "মুক্তিযুদ্ধ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Do not hand over power without reconstituting public bodies"archive.thedailystar.net। The Daily Star। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  3. "Imamuzzaman new BCIC chairman"archive.thedailystar.net। The Daily Star। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  4. "BANGLADESH TENSE AFTER ARMY CHIEF'S FIRING"Washington Post। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  5. "ছিয়ানব্বই'র মে মাসে সেনাবাহিনীর ভেতরে বাইরে যা ঘটেছিল"চ্যানেল আই অনলাইন। ২০১৭-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯ 
  6. "The Global Intelligence Files - BANGLADESH/CT- Ctg Arms Haul Case, Finger pointed at top agency men"wikileaks.org। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  7. "Bangla leaders face indictment"telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  8. "Gen (retd) Imamuzzaman, 2 others fired"bdnews24.com। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯