থিওডোর ড্রাইজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থিওডোর ড্রাইজার
১৯৩৩ সালে কার্ল ভ্যান ভেচটেনের আলোকচিত্রে থিওডোর ড্রাইজার
১৯৩৩ সালে কার্ল ভ্যান ভেচটেনের আলোকচিত্রে থিওডোর ড্রাইজার
স্থানীয় নাম
Theodore Dreiser
জন্মথিওডোর হারমান আলবার্ট ড্রাইজার
(১৮৭১-০৮-২৭)২৭ আগস্ট ১৮৭১
টেরে হাউটে, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুডিসেম্বর ২৮, ১৯৪৫(1945-12-28) (বয়স ৭৪)
হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক, সাংবাদিক
দাম্পত্যসঙ্গীসারা অসবর্ন হোয়াইট
(বি. ১৮৯৮; বিচ্ছেদ. ১৯০৯)

হেলেন প্যাটগেস রিচার্ডসন
(বি. ১৯৪৪; মৃ. ১৯৪৫)

থিওডোর হারমান আলবার্ট ড্রাইজার (ইংরেজি: Theodore Herman Albert Dreiser; ২৭ আগস্ট ১৮৭১ - ২৮ ডিসেম্বর ১৯৪৫) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক। তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ হল সিস্টার ক্যারি (১৯০০) ও অ্যান আমেরিকান ট্র্যাজেডি (১৯২৫)।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ড্রাইজার ১৮৭১ সালের ২৭শে আগস্ট ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের টেরে হাউটে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জন পল ড্রাইজার ও মাতা সারা মারিয়া (প্রদত্ত নাম: শানাব)।[১] জন জার্মানির মায়েন থেকে আগত জার্মান অভিবাসী এবং সারা ওহাইওর ডেটনের নিকটবর্তী মেনোনিট ফার্মিং কমিউনিটির বাসিন্দা ছিলেন।

সাহিত্যকর্ম[সম্পাদনা]

কথাসাহিত্য
  • সিস্টার ক্যারি (Sister Carrie, ১৯০০)
  • জেনি গেরহার্ট (Jennie Gerhardt, ১৯১১)
  • দ্য ফিনান্সিয়ার (The Financier, ১৯১২)
  • দ্য টাইটান (The Titan, ১৯১৪)
  • দ্য জিনিয়াস (The "Genius", ১৯১৫)
  • ফ্রি অ্যান্ড আদার স্টোরিজ (Free and Other Stories, ১৯১৮)
  • অ্যান আমেরিকান ট্র্যাজেডি (An American Tragedy, ১৯২৫)
  • চেইন্স: লেসার নভেলস অ্যান্ড স্টোরিজ (Chains: Lesser Novels and Stories, ১৯২৭)
  • দ্য বুলওয়ার্ক (The Bulwark, ১৯৪৬)
  • দ্য স্টোইক (The Stoic, ১৯৪৭)
নাটক
  • প্লেস অব দ্য ন্যাচারাল অ্যান্ড সুপারন্যাচারাল (Plays of the Natural and Supernatural, ১৯১৬)
  • দ্য হ্যান্ড অব দ্য পটার (The Hand of the Potter, ১৯১৮; প্রথম মঞ্চস্থ হয় ১৯২১ সালে)
অকল্পিত সাহিত্য
  • আ ট্রাভেলার অ্যাট ফোর্টি (A Traveler at Forty, ১৯১৩)
  • আ হুসিয়ার হলিডে (A Hoosier Holiday, ১৯১৬)
  • টুয়েলভ মেন (Twelve Men, ১৯১৯; নিউ ইয়র্ক: বনি অ্যান্ড লিভরাইট)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]