সিনা ইবনে জামালী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিনা ইবনে জামালী
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল
ইউনিটইনফ্যান্ট্রি কর্পস
নেতৃত্বসমূহ
  • সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)
  • জিওসি-২৪তম পদাতিক ডিভিশন
  • অ্যাডজুটেন্ট জেনারেল
  • সেনানায়ক, জাতীয় প্রতিরক্ষা কলেজ
  • পরিচালক, সামরিক অপারেশন
যুদ্ধ/সংগ্রামচট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দ্বন্দ্ব

সিনা ইবনে জামালী এজেসি, পিএসসি। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তিনি ডিরেক্টর মিলিটারি অপারেশনের এ্যাডজুটেন্ট জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, চট্টগ্রাম ও সেনা সদর দফতরের জেনারেল স্টাফ হিসেবে ছিলেন। আগস্ট ২০০৭ থেকে সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] বর্তমানে তিনি রেডিয়েট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্পোরেট পরামর্শক, রেডিয়েট ডিস্ট্রিবিউশন লিমিটেড ও রেডিয়েট নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের এমডি ও সিইও হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

সিনা ইবনে জামালী মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ (এমডিএস) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ থেকে আর্মি ওয়ার কোর্স সম্পন্ন করেন। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কোর্স সম্পন্ন করেন ।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি দুটি পদাতিক ব্যাটালিয়নের ও একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক বিভাগের নেতৃত্ব দেন। তিনি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী অভিযানে অংশ নেন। তিনি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। [৩] তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কমান্ড্যান্ট পদে ভূষিত হন। ১৪ মে ২০০৯ থেকে ৩১ অক্টোবর ২০০৯ পর্যন্ত তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। [৪] আগস্ট ২০০৭ থেকে সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mostafa Kamal appointed BCB president"Cricinfo। ২৩ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৫ 
  2. "Profile of LT GEN SINA IBN JAMALI, AWC, PSC (RETD)" 
  3. "The Daily Star Web Edition Vol. 5 Num 561"archive.thedailystar.net। ২০১৭-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩ 
  4. "National Defence College"ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩ 
  5. "BCB President Lt Gen Sina Ibn Jamali names as chairman of Local Organising Committee (LOC) for ICC Cricket World Cup 2011"The New Nation। ১৯ জুলাই ২০০৯। ২৪ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৫