গজরা জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গজরা জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানমতলব উত্তর উপজেলা
ঠিকানাটর্কি এওয়াজ গ্রাম
শহরমতলব উত্তর উপজেলা, চাঁদপুর জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৮০০ শতকের শেষদিকে
স্বত্বাধিকারীঅক্ষয় চন্দ্র সরকার
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড
তলার সংখ্যা০২ (দুই)

গজরা জমিদার বাড়ি বাংলাদেশ এর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার টর্কি এওয়াজ গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা মতলব উত্তরের আরেকটি জমিদার বাড়ি "লুধুয়া জমিদার বাড়ি" থেকে মাত্র পাঁচ কিঃ মিঃ দূরত্বে অবস্থিত। [১]

ইতিহাস[সম্পাদনা]

প্রায় ১৮০০ শতকের শেষদিকে জমিদার অক্ষয় চন্দ্র সরকার বর্তমান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টর্কি এওয়াজ গ্রামে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তিনি এখান থেকেই তার জমিদারীর শাসনকার্য পরিচালনা করতেন। এই জমিদার বাড়ি সম্পর্কে তেমন কোনো ইতিহাস জানা যায়নি। তবে ইতিহাস থেকে এই জমিদার বাড়ির আরো দুইজন জমিদারের নাম জানা যায়। তারা হলেন গঙ্গাই সরকার ও সুরেন্দ্র সরকার,এছাড়াও পূর্ব রায়ের দিয়া গ্রামের সলিমুদ্দিন সরকার নামেও একজন এই জমিদারি কার্য কিছু দিন পরিচালনা করেন ।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

এখানে দ্বিতল বিশিষ্ট্য বাড়ি ছিল। তবে এখন একটি দিঘী ছাড়া জমিদার বাড়ির আর কোনো স্মৃতিচিহ্ন এখানে নেই। মাত্র তিন বৎসর আগে প্রবল ঝড়তুফান ও বৃষ্টির কারণে জমিদার বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গজরা জমিদার বাড়ি, মতলব উত্তর, চাঁদপুর!"। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]