দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" (ইংরেজি: The Short Happy Life of Francis Macomber, অনুবাদ'ফ্রান্সিস ম্যাকম্বারের স্বল্পস্থায়ী সুখী জীবন') হল আর্নেস্ট হেমিংওয়ে রচিত ছোটগল্প। আফ্রিকার পটভূমিতে রচিত বইটি "দ্য স্নোস অব কিলিমাঞ্জারো"-এর সাথে কসমোপলিটান ম্যাগাজিনের ১৯৩৬ সালের সেপ্টম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গল্পটি ১৯৪৭ সালে জোল্টান কর্ডার চলচ্চিত্র দ্য ম্যাকম্বার অ্যাফেয়ার (১৯৪৭)-এ উপযোগ করা হয়েছিল।

প্রকাশনার ইতিহাস[সম্পাদনা]

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" গল্পটি কসমোপলিটান ম্যাগাজিনের ১৯৩৬ সালের সেপ্টম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং পরে ১৯৩৮ সালে দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফোর্টি-নাইন স্টোরিজ গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল।[১]

উপযোগকরণ[সম্পাদনা]

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" গল্পটি ১৯৪৭ সালে জোল্টান কর্ডার চলচ্চিত্র দ্য ম্যাকম্বার অ্যাফেয়ার (১৯৪৭)-এ উপযোগ করা হয়েছিল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন গ্রেগরি পেক, জোন বেনেটরবার্ট প্রেস্টন[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হার্ট, জেমস ডি.; লেইনিঙ্গার, ফিলিপ ডব্লিউ.। "The Short Happy Life of Francis Macomber"এনসাইক্লোপিডিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯ 
  2. ক্রাউদার, বসলি (২১ এপ্রিল ১৯৪৭)। "' The Macomber Affair,' a Film With Joan Bennett, Gregory Peck and Robert Preston, Has Premiere at Globe Theatre"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]