নিকারাগুয়ার ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকারাগুয়ার ভূ-সংস্থানিক মানচিত্র
নিকারাগুয়ার উপগ্রহ চিত্র

নিকারাগুয়া মধ্য আমেরিকার একটি দেশ। এর পূর্বে ক্যারিবী সাগর এবং পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগর। দেশটিকে প্রশান্ত মহাসাগরীয় নিম্নভূমি, মধ্যভাগের আর্দ্র, শীতল উচ্চভূমি এবং ক্যারিবীয় নিম্নভূমি --- এই তিনটি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়।