হৃদি হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হৃদি হক
হৃদি হক, ঢাকা ২০১৮
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেত্রী, পরিচালক[১]
দাম্পত্য সঙ্গীলিটু আনাম
সন্তানযমজ সন্তান টিং (মেয়ে) ও হিং (ছেলে)
পিতা-মাতাইনামুল হক (বাবা)
লাকী ইনাম (মা)

হৃদি হক একজন বাংলাদেশি অভিনেত্রী। অভিনয় ছাড়াও টিভি নাটক পরিচালনা করেন, টিভি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন, মঞ্চ নাটক পরিচালনা করেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শিল্পী পরিবারের মানুষ হৃদি হক। বাবা খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হক এবং মা অভিনেত্রী লাকী ইনাম এর বড় মেয়ে হৃদি হক।[২] তার স্বামীর নাম লিটু আনাম এবং তাদের জমজ দুই সন্তান রয়েছে। [৩]

কর্মজীবন[সম্পাদনা]

অভিনয়[সম্পাদনা]

তিনি ১৯৯৫ সাল থেকে 'নাগরিক নাট্যজ্ঞান' নামক বিখ্যাত নাট্য দলের সাথে জড়িত। গোলমাথা চোখামাথা, প্রাগৈতিহাসিক সহ তিনি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে তিনি প্রথম মঞ্চে নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি। এরপর মঞ্চে নির্দেশনা দেন ‘৭১ ও একজন’ নাটকটি।[৪]

কর্ম[সম্পাদনা]

অভিনয়ের পাশাপাশি তিনি অনেক ধারাবাহিক নাটক তার হাতে-কলমে লিখেছেন।[৫] আমাদের আনন্দবাড়ী, দেওয়াল, ইকারাসের ডানা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। '১৯২০' নাটকটি তিনি পরিচালনা করেন যেটা তাকে অনেক খ্যাতি এনে দেয়। তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন টিভিতে পরিচালনা করেছেন বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য 'নাইনটিন টুয়েন্টি' এবং 'মিডিয়া ভুবন'। অনেক নাটকে তিনি পোশাক নকশার দলে অসামান্য ভূমিকাও রেখেছেন। ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ১৯৭১ সেইসব দিন এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন হৃদি।[৬]

কর্ম তালিকা[সম্পাদনা]

পরিচালিত চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম অভিনেতা মন্তব্য
২০২৩ ১৯৭১ সেই সব দিন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, মুনমুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র[৩]

মঞ্চ নাটক[সম্পাদনা]

বছর গোষ্ঠী নাটক ভূমিকা মঞ্চের পিছনে
১৯৯৩ নাগরিক নাট্য সম্প্রদায় আমাদের জন্ম হলো বিক্ষোভকারী প্র. না.
১৯৯৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমী রোমিও ও জুলিয়েট জুলিয়েট প্র. না.
১৯৯৫ নাগরিক নাট্যাঙ্গন আমরা কবরে যাবনা একজন মৃত সৈনিকের প্রেমিকা প্র. না.
১৯৯৬ নাগরিক নাট্যাঙ্গন জনতার রঙ্গোশালা সখিনা কোরিওগ্রাফার
১৯৯৭ নাগরিক নাট্যাঙ্গন সরোমা সামাজিক কর্মী পোশাক নকশাকার
১৯৯৯ নাগরিক নাট্যাঙ্গন গৃহবাসী মৌসুমী পোশাক নকশাকার
২০০২ নাগরিক নাট্যাঙ্গন গোলমাথা চোখামাথা নান্নার কোরিওগ্রাফার, পোশাক নকশাকার
২০০৩ নাগরিক নাট্যাঙ্গন উদবাহ আগাফইয়া পোশাক নকশাকার
২০০৪ নাগরিক নাট্যাঙ্গন হবুচন্দ্র গবুচন্দ্র চরুস পোশাক নকশাকার
২০০৫ নাগরিক নাট্যাঙ্গন সুপার গ্লু পরিভ্রমণকারী পোশাক নকশাকার
২০০৭ নাগরিক নাট্যাঙ্গন প্রাগৈতিহাসিক পঞ্চি পোশাক নকশাকার
২০০৯ নাগরিক নাট্যাঙ্গন সেই সব দিনগুলি বিক্ষোভকারী কোরিওগ্রাফার, পোশাক নকশাকার
২০১০ নাগরিক নাট্যাঙ্গন পুশি বিড়াল ও একজন প্রকৃত মনুষ জয়ী পোশাক নকশাকার
২০১৫ নাগরিক নাট্যাঙ্গন গোহর বাদশা ও বনেসা পরী বনেসা পরী পরিচালক, নাটকীয়
২০১৬ নাগরিক নাট্যাঙ্গন কৃতদাসের হাসী মেহেরজান নাটকীয়
২০১৮ নাগরিক নাট্যাঙ্গন ’৭১ একজন নাট্যোকার সেলিনা, রুমা, বিথি নাটকীয়করণ, শিল্প নির্দেশিকা
২০১৯ নাগরিক নাট্যাঙ্গন আকাশে ফুটিছে ফুল - লেটো কাহন শাহিদা পরিচালক

পাণ্ডুলিপি রচয়িতা এবং পরিচালক হিসাবে তাঁর উল্লেখযোগ্য কাজগুলি নীচে তালিকাভুক্ত করা হয়েছে -

নির্মিত শ্রেণী চ্যানেল বিবরণ
আমাদের আনন্দ বাড়ী টেলিভিশন সিরিজ এনটিভি পাণ্ডুলিপি রচয়িতা
উনিশ কুড়ি টেলিভিশন সিরিজ এনটিভি পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
হেই রাজকন্যা টেলিফিল্ম বাংলাভিশন পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
দেয়াল টেলিভিশন সিরিজ এনটিভি পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
একারুসের ডানা টেলিভিশন সিরিজ বৈশাখী পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
১৯৭১ সেই সব দিনগুলি টেলিভিশন ফিল্ম সিরিজ চ্যানেল আই পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
শেষ বিকেলের গান টেলিভিশন সিরিজ এনটিভি পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
চক্র্যবহ একক নাটক এসএটিভি পরিচালক
বাবা একক নাটক এনটিভি পাণ্ডুলিপি রচয়িতা
চোখের আলোই দেখেছিলাম চোখের বাহিরে একক নাটক এনটিভি পাণ্ডুলিপি রচয়িতা
বর্ষার গল্প একক নাটক আরটিভি পরিচালক
বৈশাখী মাইম ট্রুপ একক নাটক এনটিভি পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
লেডি ব্লু একক নাটক এনটিভি পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা
মেয়ে টেলিভিশন সিরিজ পরিচালক, পাণ্ডুলিপি রচয়িতা

অন্যান্য অংশগ্রহণ[সম্পাদনা]

বছর সংগঠন দায়িত্ব
২০১৬ - ২০১৮ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নির্বাহী সদস্য
২০১১ - ২০১৩ নাগরিক নাট্যাঙ্গন সাংস্কৃতিক সম্পাদক
২০১৪ - তারিখ অবধি নাগরিক নাট্যাঙ্গন সাংগঠনিক সম্পাদক
২০০৫ - তারিখ অবধি নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা বিজ্ঞ পরামর্শদাতা
২০১৬ - তারিখ অবধি পরিচালকস গিল্ড যুগ্ম সাধারণ সম্পাদক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দুখু মিয়ার ও লেটোর দলের গল্প"। prothomalo.com। ২৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০২০ 
  2. "আবারও মঞ্চ নাটক নির্দেশনায় হৃদি হক"। thedailystar.net। ১৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০২০ 
  3. "হৃদি হক"deshebideshe.com। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "দর্শক বাড়াতে আরও বেশি মঞ্চ দরকার ॥ হৃদি হক"দৈনিক জনকণ্ঠ। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "মৌকে নিয়ে হৃদি হকের 'লেডী ইন ব্লু'"। risingbd.com। ২ মে ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০২০ 
  6. "হৃদি হকের চলচ্চিত্রে পরীমনি"। bdnews24.com। ৩ মার্চ ২০২০। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০২০