বাটরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উওর-পশ্চিম সীমানায় এই গ্রামের অবস্থান।

ইতিহাস[সম্পাদনা]

লোকবিশ্বাস মতে প্রাচীন কাল থেকে মধ্য যুগ পর্যন্ত রাজা-মহারাজা, ও শাসকশ্রেণিরা খাজনা বা ভ্যাট উত্তোলনের জন্য এই স্থানকেই বেছে নিয়ে ছিলেন। তখন এই স্থানকে ভাটারা নামে ডাকতেন। এরপর ধীরে ধীরে আধুনিক কালে তা বাটরা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এই গ্রাম শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসায় অনেক এগিয়ে রয়েছে। এ গ্রামে রয়েছে একটি বৃহৎ বাজার। গ্রামের মোট জনসংখ্যা এক হাজার পাঁচ শত প্রায়। গ্রামে বসবাসকরী সকল লোকজনই সনাতন ধর্মাবলম্বী হওয়ায় এখানে রয়েছে অনেক মন্দির। শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী লক্ষ্মী দশহরার জন্য বিখ্যাত এ গ্রাম। এখানকার জমি উর্বর হওয়ায় প্রচুর পরিমানে ফসল ফলে। এর মধ্যে ধান, পাট, মুগ ডাল, তিল উল্লখযোগ্য।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. বাটরা প্রেমচাঁদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  2. বয়স্ক শিক্ষা কার্যক্রম(ব্রাক এর উদ্যোগে)
  3. মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম

শিক্ষার হার[সম্পাদনা]

প্রায় ৮০%

অন্যান্য[সম্পাদনা]

মোট পরিবারের সংখ্যা[সম্পাদনা]

প্রায় ১৬০ টি পরিবার আছে এই গ্রামে

আয়ের উৎস[সম্পাদনা]

কৃষি ভিত্তিক এলাকা হওয়ার, এখান ৫০ ভাগ মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

  1. রবিশষ্য চাষ
  2. মাছ চাষ
  3. সবজি চাষ
  4. গবাদিপশু পালন

উপসনালয়[সম্পাদনা]

শতভাগ হিন্দু জনবসতি হওয়ায় এই গ্রামে ৬ টি মন্দির রয়েছে।

  1. বাটরা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির
  2. শ্রী শ্রী কালী মাতার মন্দির
  3. শ্রী শ্রী শীতলা মাতার মন্দির
  4. শ্রী শ্রী শীতলা মাতার মন্দির(শিবাই মেলা নামে পরিচিত)
  5. দাস বাড়ি শ্রী শ্রী মা দুর্গা মন্দির
  6. মজুৃমদার বাড়ি শ্রী শ্রী মা দুর্গা মন্দির
  7. এছাড়াও মতুয়া সম্প্রদায়ের একটি হরি চাঁদ মন্দির রয়েছে।

উৎসব[সম্পাদনা]

হিন্দু জনবহুল এই গ্রামে,হিন্দু ধর্মের জনগণ ছাড়া অন্য ধর্মের লোক নেই। তাই, হিন্দুধর্মীয় শাস্ত্র অনুযায়ী সব ধরনের পূজা পার্বন হয়ে থাকে। তবে, দুর্গা পূজা এবং লক্ষ্মী পূজা বেশ ধুমধামে হয়।

  1. দুর্গা পূজা
  2. লক্ষ্মী পূজা
  3. স্বরসতী পূজা
  4. এছাড়াও তিন দিন ব্যাপী হরে কৃষ্ণ মহানাম যজ্ঞানুষ্টান হয়ে থাকে।