হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস্

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস্
লেখকচেতন ভগত
দেশভারত
ভাষাইংরেজি
ধরননন-ফিকশন
প্রকাশিত৬ আগস্ট ২০১২ রূপা অ্যান্ড কো.
মিডিয়া ধরনপ্রকাশিত (পেপারব্যাক)
পৃষ্ঠাসংখ্যা১৮১
আইএসবিএন৯৭৮-৮১-২৯১-২০২১-২

হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস্ চেতন ভগত এর নন ফিকশনাল একটি বই। বইটিতে তার বিভিন্ন বক্তব্য ও লেখনী সংকলন করা হয়েছে।[১]

প্লট[সম্পাদনা]

বইটির মূলবিষয় ভারতের সমাজ, রাজনীতি এবং তরুণ সমাজ। ভারতের আর্থ-সামাজিক উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায় এ বিষয়ে ভগতের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ হল এই বইটি। ভারতের বর্তমান অবস্থা বিবেচনা করে এর দূর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা বিষয়ে বইটিতে সমালোচনা করা হয়েছে। ভগত বইটিতে বুঝিয়েছেন কীভাবে ভারত কীভাবে উন্নত সমাজে পরিণত হতে পারে। লেখকের মতে ভারতের সমাজ দূর্নীতির কবলে পড়ে আছে, আর সমাজকে পরিবর্তন করতে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। যাই হোক ভারতকে উন্নত বিশ্বে পরিণত করাই বইটির বিষয়ের মূল কেন্দ্রবিন্দু।

আলোচনা সমালোচনা[সম্পাদনা]

বইটি ২০১২ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব-ব্যাপী বই প্রেমীদের কাছে আলোচিত হয়েছে এবং কুড়িয়েছে বহুল প্রশংসা।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Young India wants good job, romance: Chetan Bhagat"। New Delhi। The Indian Express। আগস্ট ৭, ২০১২। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৭