অ্যানা অ্যালয়স হেঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যানা অ্যালয়স হেঙ্গা
২০১৯ সালে অ্যানা অ্যালয়স হেঙ্গা (মাঝখানে)
জাতীয়তাতানজানিয়া
পেশাকূটনীতিক, আইনজীবী, নারী অধিকার কর্মী
পুরস্কারআন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার ২০১৯

অ্যানা অ্যালয়স হেঙ্গা হলেন তানজানিয়ার একজন কূটনীতিক, আইনজীবীনারী অধিকার কর্মী।

জীবনী[সম্পাদনা]

অ্যানা অ্যালয়স হেঙ্গা দেশটিতে নারী ক্ষমতায়ন বিষয়ক ও নারী খৎনা বিরোধী বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। তিনি একজন মানবাধিকার কর্মী এবং লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর।[১] ২০১৫ সালে তার সমর্থকেরা তাকে তানজানিয়ার সাধারণ নির্বাচলে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। কিন্তু, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নি। প্রতিদ্বন্দ্বিতা না করলেও দেশটির নারী সমাজকে রাজনীতিতে সক্রিয় করতে অবদান রেখে চলেছেন অ্যানা অ্যালয়স হেঙ্গা।[২]

সম্মাননা[সম্পাদনা]

মাইক পম্পেও এবং মেলানিয়া ট্রাম্পের সাথে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বিজয়ীরা

২০১৯ সালে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর[২][৩] তিনিসহ তিন জন আফ্রিকান নারী আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার ২০১৯ লাভ করেছিলেন। অন্যরা হলেন মৌমিনা হোসেইন দারার (জিবুতি) ও ম্যাগি গোবরান (মিশর)।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Introducing the LHRC new Executive Director, Ms. Anna Aloys Henga"www.humanrights.or.tz। ২০২০-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২২ 
  2. "2019 International Women of Courage Award"www.state.gov। ২০১৯-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২২ 
  3. "First lady Melania Trump honors 10 with 'Women of Courage' award"UPI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২২ 
  4. "U.S. honours three African women from Djibouti, Egypt and Tanzania for courage"Face2Face Africa (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২২