নাদিয়া আলমাডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাদিয়া আলমাডা
জন্ম (1977-01-28) ২৮ জানুয়ারি ১৯৭৭ (বয়স ৪৭)
Ribeira Brava, Madeira, পর্তুগাল
টেলিভিশন''বিগ ব্রাদার ৫''
আল্টিমেট বিগ ব্রাদার

নাদিয়া কনসেয়াকো আলমাডা [১] (জন্ম ২৮ জানুয়ারী ১৯৭৭) একজন ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বিগ ব্রাদারের পঞ্চম সিরিজ জেতার জন্য সুপরিচিত।

পেশা[সম্পাদনা]

বিগ ব্রাদার[সম্পাদনা]

২০০৪ সালে বিগ ব্রাদারের পঞ্চম সিরিজে আলমাডা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিগ ব্রাদার হাউসে ৭১ দিন পর, তিনি বিজয়ী হিসেবে আবির্ভূত হন। তিনি মোট ভোটের ৭৪% এবং £ ৬৩,৫০০ জিতেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আলমাডা মদিরার পর্তুগিজের দ্বীপে রিবেরা ব্রায়ে জন্মগ্রহণ করেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Researcha[অকার্যকর সংযোগ]
  2. Ellen, Barbara (২২ আগস্ট ২০০৪)। "'The more people criticised, the stronger I became'"The GuardianLondon: GMGআইএসএসএন 0261-3077ওসিএলসি 60623878। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]