মাইক্রোনেশিয়ার ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক্রোনেশিয়া ভূ-দৃশ্য

মাইক্রোনেশিয়া ফিলিপাইনের পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ৬০৭টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র। রাষ্ট্রটি প্রায় ২,৯০০ কিমি জুড়ে বিস্তৃত। দ্বীপগুলি বড় উঁচু আগ্নেয় দ্বীপ হতে পারে, কিংবা নিচু প্রবাল অ্যাটল জাতীয় দ্বীপও হতে পারে। এখানকার জলবায়ু ক্রান্তীয় ও উষ্ণ। সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, তবে এল নিনিও-র কারণে কখনও কখনও খরাও দেখা যায়।