আমাক নিউজ এজেন্সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমাক নিউজ এজেন্সি
وكالة أعماق الإخبارية
উপলব্ধআরবি, ইংরেজি, ফরাসি, জার্মান, স্পেনিশ, ইতালিয়ান, রাশিয়ান, বাংলা, উর্দু [১]
প্রতিষ্ঠাতা(গণ)রায়ান মেসাল[২]
চালুর তারিখ২০১৪
বর্তমান অবস্থাসক্রিয়

আমাক নিউজ এজেন্সি (আরবি: وكالة أعماق الإخبارية) ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (ISIL) এর সাথে সংযুক্ত একটি সংবাদ মাধ্যম। এটি সংস্থাটির নিজস্ব দাবীকৃত প্রথম প্রকাশনা মাধ্যম।[৩]

ইতিহাস[সম্পাদনা]

আমাক নিউজ এজেন্সি সিরিয়ার সাংবাদিক বারা কাদেক তৈরি করেন, যিনি ২০১৩ সালের শেষদিকে তিনি সহ সাত জন আইএসআইএল-তে যোগ দিয়েছিলেন। যারা মূলত হালাব নিউজ নেটওয়ার্কের জন্য কাজ করেন। [৪]

চরিত্র[সম্পাদনা]

আইএস কোথাও হামলা চালালে তার কৃতিত্ব দাবি করে বিবৃতি প্রকাশ করে আমাকের ওয়েবসাইট তথা আমাক নিউজ এজেন্সি। এযাবৎ আইএসের দ্বারা পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী হামলার কৃতিত্বের দাবি আমাকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের জুন মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার খবর ও ভিডিও ফুটেজ প্রচার করেছিল আমাক নিউজ এজেন্সি।।[১] এছাড়া সর্বশেষ ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার বোমা হামলার বিষয়টি ২ দিন পর ২৩ এপ্রিল আমাক নিউজ এজেন্সির মাধ্যমে আইএস কৃতিত্ব দাবি করে। আমাকের মাধ্যমে আইএস যেসব সংবাদ বিজ্ঞপ্তি, (বিশেষত হামলার কৃতিত্ব দাবি) প্রচার করে, সেগুলো তারা প্রচার করে কয়েকটি ভাষায়। যথা হিন্দি,সংস্কৃত,পাঞ্জাবি,গুজরাটি,তেলুগু,তামিল,মারাঠি,আরবি, ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, ইতালিয়ান, রুশ, বাংলা ও উর্দু।[১]

আমাকের অফিস আছে কি না, থাকলে তা কোথায়, এর সার্ভার কোথায় রাখা হয়েছে, কীভাবে এর ওয়েবসাইটের ডোমেইন নাম কেনা হয়েছে, কে কিনেছে এবং ইরাক-সিরিয়ায় আইএসের স্বঘোষিত ‘খেলাফতের’ চূড়ান্ত পতন ও সর্বশেষ সিরিয়া থেকে তাদের বিতাড়নের পরও আমাক নিউজ এজেন্সি কীভাবে ‘অ্যাকটিভ’ আছে—এই সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আবারও ইসলামিক স্টেট?"প্রথম আলো। ২০১৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৮ 
  2. "Un fondateur d'Aamaq, l'agence de propagande de l'EI, tué en Syrie"। ৩১ মে ২০১৭ – Le Monde-এর মাধ্যমে। 
  3. "A News Agency With Scoops Directly From ISIS, and a Veneer of Objectivity"The New York Times। ১৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬ 
  4. "Siria, fondatore agenzia ufficiale Isis "Amaq" ucciso in raid Usa" (Italian ভাষায়)। Yahoo!। ৩১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]