স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
ধরনবেসরকারি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৪৮
সদরদপ্তর৬৭ গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
নাসের এজাজ বিজয় (প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহকর্পোরেট ঋণ, ভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড
মাতৃ-প্রতিষ্ঠানStandard Chartered
ওয়েবসাইটsc.com/bd

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (সংক্ষেপে এসসিবি বিডি) বাংলাদেশ পরিচালিত একটি বিদেশী বাণিজ্যিক ব্যাংক। যেটি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর একটি সহযোগী কোম্পানি। ব্যাংকটি একশত বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হবার পরে ব্যাংকটি ১৯৪৮ সালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে এদের শাখা স্থাপন করে কার্যক্রম শুরু করে।[১]

বর্তমানে ব্যাংকটির ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ শহরে মোট ২৪টি শাখা ও ৯৬টি এটিএম বুথ রয়েছে।[২] স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীর সংখা ২০০০ জনের বেশি। [১]

এক নজরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ[সম্পাদনা]

  • বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা: নাসের এজাজ বিজয় [৩]
  • স্থানীয় সময়: জিএমটি +৬ ঘণ্টা
  • ভাষা: বাংলা, ইংরেজি
  • মুদ্রা নাম: টাকা (বিডিটি)
  • শাখা সংখ্যা: ২৪
  • এটিএম সংখ্যা: ৯৬
  • গত ১০ বছর ধরে এএএ ক্রেডিট রেটিং প্রাপ্ত ব্যাংক
  • প্রতিষ্ঠিত: ১৯০৫ (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মূলত ১৯৪৮ সালে চট্টগ্রামে প্রথম শাখা স্থাপন করে)
  • বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম বিদেশী ব্যাংক
  • একমাত্র ব্যাংক যেটি ১১০ বছরে কখনই ব্যাংকিং অপারেশনটি বন্ধ করেনি
  • প্রথম আন্তর্জাতিক ব্যাংক যেটি সর্বপ্রথম বাংলাদেশকে ক্রেডিট লাইন প্রসারিত করে এবং ১৯৭২ সালে প্রথম বিদেশি লেটার অব ক্রেডিট (এলসি) চালু করে।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর কর্পোরেট সামাজিক দায়িত্ব[সম্পাদনা]

  • স্বাস্থ্য
  • নারীর ক্ষমতায়ন
  • গবেষণা ও প্রকাশনা
  • শিল্প ও সংস্কৃতি
  • শিক্ষা
  • পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
  • কমিউনিটি উদ্যোগ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Us"Standard Chartered। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২০ 
  2. "ATMs and Branches | Standard Chartered | Bangladesh"Standard Chartered। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২০ 
  3. "Naser Ezaz Bijoy, new CEO of StanChart Bangladesh"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]