অরুন্ধতী সুব্রহ্মণ্যম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুন্ধতী সুব্রহ্মণ্যম
জন্ম১৯৬৭
শিক্ষা প্রতিষ্ঠানসেন্ট জেভিয়ার্স কলেজ
উল্লেখযোগ্য রচনাবলিহোয়েন গড ইজ এ ট্রাভেলার (২০১৪)
দাম্পত্যসঙ্গীবিক্রম কাপাডিয়া

অরুন্ধতী সুব্রহ্মণ্যম একজন ভারতীয় কবি ও সাংবাদিক যিনি ১৯৬৭ সালে জম্মগ্রহণ করেন। তিনি সংস্কৃতি ও আধ্যাত্মিকতা নিয়ে সাহিত্যচর্চা করে থাকেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় মুম্বই ও কোয়েম্বাটুরে অবস্থিত যোগ কেন্দ্রে কাটিয়েছেন। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ ও জে. বি. পেটিট হাইস্কুল থেকে শিক্ষা অর্জন করেছেন তিনি। তার স্বামী ভারতীয় থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ বিক্রম কাপাডিয়া।[১] তিনি মুম্বাইয়ে বাস করেন এবং সেখানেই কর্মরত আছেন।[২] ২০১০ সালে অরুন্ধতী সুব্রহ্মণ্যমকে বিখ্যাত পত্রিকা দ্য হিন্দু 'বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি' বলে অভিহিত করেছিল।[৩]

সাহিত্যজীবন[সম্পাদনা]

তিনি চারটি কবিতার বই রচনা করেছেন। তার রচিত হোয়েন গড ইজ আ ট্রাভেলার ২০১৪ সালে প্রকাশিত হয়। এর পাঁচ বছর আগে ২০০৯ সালে তার কবিতার বই হোয়ার আই লিভ: নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েম প্রকাশিত হয়েছিল।

তার সদগুরু: মোর দ্যান আ লাইফ এবং বুক অব বুদ্ধ বহু বার পুনঃমুদ্রিত হয়েছে।

তিনি পিলগ্রিমস ইন্ডিয়া (অ্যান অ্যান্থলজি অব এসেস অ্যান্ড পোয়েমস অব স্যাক্রেড জার্নিস) বইটি সম্পাদনা করেন ২০১১ সালে। এছাড়াও আরও বই সম্পাদিত হয়েছে তার দ্বারা।

২০০৩ সালে তিনি স্টার্লিং বিশ্ববিদ্যালয় থেকে চার্লস ওয়ালেস ফেলোশিপ লাভ করেন। এর তিন বছর পর ২০০৬ সালে তিনি যুক্তরাজ্যের পোয়েট্রি সোসাইটি থেকে ভিজিটিং আর্ট ফেলোশিপ লাভ করেন। ২০১২ সালে তিনি লাভ করেন হোমি ভাবা ফেলোশিপ। ২০০৪ যালে তিনি কাজ করেছেন পোয়েট্রি ইন্টারন্যাশনাল ওয়েবের হয়ে।

তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন। তিনি দেশের বাইরে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, ইজরায়েল, নেপাল, তুরস্ক, চীন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন। তার সাহিত্যকর্ম হিন্দি, তামিল, জার্মান, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত কলিঙ্গ সাহিত্য সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন তিনি। তিনি বার্ষিক মিস্টিক কলিঙ্গ ফেস্টিভালের সাথে যুক্ত আছেন।[৪]

তার কবিতার বই দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে। তাছাড়া, তার লেখনী অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন সংগ্রহে। ১৯৮৯ সাল থেকে তিনি টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইম আউট, মুম্বই সহ বিভিন্ন বিখ্যাত পত্রিকা ও সাময়িকীতে লিখে চলেছেন।

তিনি লেখালেখির বাইরে মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসের হয়ে কাজ করেছেন। তিনি সংগঠনটির শাস্ত্রীয় নৃত্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি হায়দ্রাবাদ সাহিত্য উৎসবে অংশ নিয়েছিলেন।

পুরস্কার[সম্পাদনা]

  • রাজা পুরস্কার: ২০০৯ সালে তিনি রাজা পুরস্কার লাভ করেন।
  • খুশবন্ত সিং স্মৃতি পুরস্কার: ২০১৫ সালের ২৫ শে জানুয়ারি হোয়েন গড ইজ আ ট্রাভেলার বইটির জন্য খুশবন্ত সিং স্মৃতি পুরস্কার লাভ করেন তিনি। তিনি জি জয়পুর সাহিত্য উৎসব থেকে পুরস্কারটি গ্রহণ করেছিলেন।[৫]
  • আন্তর্জাতিক পিয়েরো বিগনগিয়ারি পুরস্কার: তিনি ইতালি থেকে ২০১৫ সালে আন্তর্জাতিক পিয়েরো বিগনগিয়ারি পুরস্কার লাভ করেছিলেন।
  • জি মিডিয়া ইন্ডিয়ান উইমেনস অ্যাওয়ার্ড ফর লিটারেচার: ২০১৬ সালে তিনি প্রথম জি মিডিয়া ইন্ডিয়ান উইমেনস অ্যাওয়ার্ড ফর লিটারেচার লাভ করেন।
  • মিস্টিক কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ড: ২০১৭ সালের ২২ ডিসেম্বর তিনি প্রথম মিস্টিক কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন।[৬]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

কবিতার বই[সম্পাদনা]

  • হোয়েন গড ইজ আ ট্রাভেলার,ব্রাডেক্স বুকস, যুক্তরাজ্য, ২০১৪, বইটি টি. এস. এলিয়ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছিল।
  • হোয়ার আই লিভ: নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস, ব্লাডেক্স বুকস, যুক্তরাজ্য, ২০০৯
  • হোয়ার আই লিভ, অ্যালায়েড পাবলিশার্স, ভারত, ২০০৫
  • অন ক্লিনিং বুকশেলভস, অ্যালায়েড পাবলিশার্স, ভারত, ২০০১

গদ্যরচনা[সম্পাদনা]

  • সদগুরু: মোর দ্যান আ লাইফ, জীবনীগ্রন্থ, পেঙ্গুইন আনন্দ, ২০১০
  • দ্য বুক অব বুদ্ধ, পেঙ্গুইন, ২০০৫

সম্পাদিত বই[সম্পাদনা]

  • পিলগ্রিমস ইন্ডিয়া (অ্যান অ্যান্থলজি অব এসেস অ্যান্ড পোয়েমস অব স্যাক্রেড জার্নিস), পেঙ্গুইন, ২০১১
  • কনফ্রন্টিং লাভ (যৌথভাবে সম্পাদিত, পেঙ্গুইন, ২০০৫
  • ইটিং গড: আ বুক অব ভক্তি পোয়েট্রি, পেঙ্গুইন, ২০১৪

সাক্ষাৎকার[সম্পাদনা]

বিভিন্ন সংগ্রহে তাঁর কবিতা[সম্পাদনা]

  • ট্রাভেলগ: দ্য গ্র্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস (২০১৮), ড. আনন্দ কুমার কর্তৃক সম্পাদিত, অথরসপ্রেস
  • আ নিউজ বুক অব ইন্ডিয়ান পোয়েমস ইন ইংলিশ (২০০০), গোপি কুত্তুর কর্তৃক সম্পাদিত, রাইটার্স ওয়ার্কশপ
  • আ ডিকেড অব পোয়েট্রি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  2. http://www.therazafoundation.org/awards-Arundhathi-Subramaniam
  3. http://www.laboratoripoesia.it/arundhathi-subramaniam/
  4. "Archived copy"। ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৬ 
  5. Arundhathi Subramaniam wins poetry prize, The Hindu 25 January 2015.
  6. Arundhathi Subramaniam honoured with first Mystic Kalinga Literary Awards, The Times of India 23 December 2017.