শ্রীমা ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীমা ভট্টাচার্য
জন্ম (1997-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
মাতৃশিক্ষায়তনবাগবাজার ওমেন্স কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৬-বর্তমান
সঙ্গীগৌরব রায় চৌধুরী (২০২০)

শ্রীমা ভট্টাচার্য একজন ভারতীয় বাঙালি টেলিভিশন অভিনেত্রী। ২০১৭ সালের ৫ই জুন থেকে ২০১৮ সালের ১২ই আগস্ট জি বাংলায় প্রচারিত ড্রামা-রোম্যান্স-কমেডি টিভি সিরিজ জামাই রাজাতে[১] 'নীলাশা ব্যানার্জি ওরফে নীলের' ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি ২০১৯ সালে অভিমন্যু মুখার্জির টেকো চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

শিক্ষা[সম্পাদনা]

শ্রীমা বাগবাজার ওমেন্স কলেজে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

শ্রীমা ১৯৯৭ সালের ২৬শে ফেব্রুয়ারি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[২] তার বেড়ে ওঠা কলকাতায়। তার অভিনেতা গৌরব রায় চৌধুরীর সাথে ২০২০ সালে প্রেমের সম্পর্ক ছিল।[৩] তার ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে অভিনেতা সায়ন্ত মোদক[৪] ও ক্রিকেটার কনিষ্ক শেঠের[৫] সাথে প্রেমের সম্পর্ক ছিল এই নিয়ে প্রচুর গুঞ্জন শোনা যেত। বর্তমানে অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে এই নিয়ে প্রচুর গুঞ্জন শোনা যাচ্ছে।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

শ্রীমা ২০১৬ সালে কালার্স বাংলার নাগলীলা টিভি সিরিজের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে তিনি জি বাংলার জামাই রাজাতে 'নীলাশা ব্যানার্জি ওরফে নীলের' ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে তিনি অভিমন্যু মুখার্জির টেকো চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বেশকিছু টিভি সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'রাশি' ও 'অগ্নিপরীক্ষা'র পর 'জামাই রাজা'"banglanews24.com। ২০১৭-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২ 
  2. "মধ্যরাতে কেক কেটেছেন, পেয়েছেন বড় সারপ্রাইজ, জন্মদিনে সারাদিন কী প্ল্যান শ্রীমার"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  3. Bahadur, Nur; Television, Jamuna (২০২১-০৯-১১)। "কাউকে ধরে রাখা যায় না, যে যাওয়ার সে যাবেই: গৌরবের উদ্দেশে শ্রীমা!"Jamuna Television (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  4. Media, HoopHaap Digital (২০২১-০৯-০৬)। "Shreema Bhattacharya: গৌরব নয়, এই অভিনেত্রীর প্রাক্তনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীমা!"HoopHaap (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  5. "২৫-এ পা দিলেন শ্রীমা ভট্টাচার্য, জন্মদিনের শুভেচ্ছায় উত্তাল ইনস্টা"poridorshok.com। ২০২২-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  6. Goswami, Ranita (২০২৩-১০-০৪)। "'যার মর্ম শুধু মনের মানুষ জানে'! বৃষ্টির দিনেই ইন্দ্রনীলকে প্রেম নিবেদন শ্রীমার"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  7. "রূপকথার নায়িকা হয়ে টেলিপর্দায় ফিরলেন শ্রীমা"Indian Express Bangla। ২০১৯-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২ 
  8. "Team 'Gaatchora' gives a beautiful surprise to Shreema Bhattacherjee"The Times of India। ২০২৩-০২-২৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]