প্রেম লতা শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রেম লতা শর্মা (১০ মে ১৯২৭-১৯৯৮) একজন বিশিষ্ট ভারতীয় সংগীতজ্ঞ, পণ্ডিত, কন্ঠশিল্পী, সংস্কৃতবিদ ও শিক্ষক ছিলেন।[১] সঙ্গীতচর্চায় তিনি পণ্ডিত ওমকারণাথ ঠাকুর এর কাছে তালিম নিয়েছিলেন। তার জন্ম ভারতের পাঞ্জাবে এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনিই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম সঙ্গীত বিভাগ শুরু করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

প্রেম লতা শর্মা ভারতের পাঞ্জাবে নাকোদার শহরে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীতগুরুদের মধ্যে পণ্ডিত পি এল বৈদ্য, পণ্ডিত ওমকারণাথ ঠাকুর, পণ্ডিত মহাদেব শাস্ত্রী, পণ্ডিত গোপীনাথ কবিরাজ, অধ্যাপক ভি এস আগারওয়াল, পণ্ডিত হাজারি প্রসাদ দ্বিবেদী, পণ্ডিত ব্রহ্মদত্ত জিজনাসু ও পণ্ডিত টি ভি রামচন্দ্র দিক্ষীতার উল্লেখযোগ্য। তিনি আটটি ভাষা জানতেন। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ও পরে ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ভারতীয় সঙ্গীতশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন আলোচনা সভা ও অনুবাদ প্রকল্পে অনন্য অবদান রেখেছেন।[৪]

প্রকাশনা[সম্পাদনা]

  • রসবিলাস
  • কুম্ভকর্ণের সঙ্গীত রাজা
  • মতঙ্গ বৃহদেশী
  • চিত্রকাব্যকৌতুক
  • সহাসরস
  • একলিঙ্গমহাতম্য
  • ভক্তিরসামৃতসিন্ধু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BHRAMARA GEET : A music-dance duo"Exposition - Vol. I No., IGNCA। 2 January–March 1994। ২০১৪-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2014-09-26  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Faculty of Performing Arts, Department of Musicology, Varanasi"Banaras Hindu University। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২৬ 
  3. Massey, Reginald; Massey, Jamila (১৯৯৬)। The Music of India। Abhinav Publications। পৃষ্ঠা 157–। আইএসবিএন 978-81-7017-332-8 
  4. "Archives : Seminar Abstracts"ITC Sangeet Research Academy। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]