খন্ডকায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জীববিজ্ঞান[সম্পাদনা]

কোনো প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খন্ডকের ক্রমিক পুনরাবৃত্তির(serial repetition) ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে খন্ডকায়ন বা metamerism বলে। এক্ষেত্রে দেহ গঠনকারী প্রত্যেক অংশ হচ্ছে এককটি খন্ডক(metamere)।খন্ডকায়ন বাহ্যিক বা অঅভ্যন্তরীণ হতে পারে (যেমন মানুষের কশেরুকা বা স্নায়ুগ্রন্থি) কিংবা একই প্রাণিতে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের হতে পারে (যেমন -কেঁচোর খন্ডকায়ন) এক্ষেত্রে প্রথমোক্ত ধরনকে অপ্রকৃত-খন্ডকায়ন(pseudo-metamerism) এবং পরের ধরনকে প্রকৃত-খন্ডকায়ন (true-metamerism) বলে। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জীববিজ্ঞান-গাজী আজমল