সরওয়ার জাহান নিজাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরওয়ার জাহান নিজাম
জন্ম১৯৫২ (বয়স ৭১–৭২)
আনোয়ারা, চট্টগ্রাম
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১৯৭৩-২০০৯
পদমর্যাদাভাইস অ্যাডমিরাল

নেতৃত্বসমূহবাংলাদেশ নৌবাহিনী প্রধান

ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম (জন্ম: ১৯৫২) হলেন বাংলাদেশের প্রথম ভাইস অ্যাডমিরাল ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান। ২০০৭ সালে তিনি রিয়ার এডমিরাল এম হাসান আলী খানের নিকট হতে দায়িত্ব নেন এবং ২০০৯ সালে ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮ বছর বয়সে পাকিস্তান নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যোগদেন এবং কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষন সম্পন্ন করেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান নেভাল একাডেমি করাচিতে যোগ দেন।

কর্মজীবন[সম্পাদনা]

নিজাম ১৯৮৬ সালে ঢাকার ডিফেন্স সার্ভিস অ্যান্ড স্টাফ কলেজ এবং ১৯৯৬ সালে চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও বিশেষ যোগ্যতার মধ্যে তিনি রয়েল নেভি থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রর এশিয়া প্যাসিফিক সেন্টার থেকে সিকিউরিটিস স্টাডিজে সিনিয়র এক্সিউকিউটিভ কোর্স সম্পন্ন করেন।[১][২][২][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নিজাম মুনিরা নিজামকে বিয়ে করেন এবং এই দম্পতির নাফিসা নামে একটি মেয়ে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Acquire professional knowledge for best use of new technology: Navy chief urges officers"The Daily Star। ২০০৭-১২-৩১। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১১ 
  2. "Promotion of DG Bangladesh Coast Guard"। Bangladesh Coast Guard। ২০০৮। ২০০৮-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১১ 
  3. "National Age Group Swimming begins today"The New Nation। ২০০৮-০৭-২০। ২০০৮-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১১ 
সামরিক দপ্তর
পূর্বসূরী
রিয়ার এডমিরাল এম হাসান আলী খান
নৌবাহিনীর প্রধান
২০০৭ - ২০০৯
উত্তরসূরী
ভাইস এডমিরাল জহির উদ্দীন আহমেদ