বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর
স্থাপিত২১ মে ২০০৮
অবস্থানবরিশাল, বাংলাদেশ
ধরনজাতীয় ইতিহাস জাদুঘর
সংগ্রহ
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
মালিকগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত যা ২০০৮ সালে নির্মাণ করা হয়। এই সময় আগরপুর ইউনিয়নকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়[১]

ইতিহাস[সম্পাদনা]

বীরশ্রেষ্ঠদের স্মৃতি রক্ষা প্রকল্পের আওতায় রহিমগঞ্জে মহিউদ্দিনের পরিবারের দান করা ৩০ শতক জমিতে ৬৭ লাখ টাকা ব্যয়ে ২০০৮ সালে জাদুঘরটি নির্মাণ করা হয়।[২]

জাদুঘরের পাশ দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদী থেকে বালু উত্তোলনের কারণে জাদুঘরটি হুমকির মুখে পড়ে। এর ফলে জাদুঘর রক্ষায় সন্ধ্যা নদীর বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ দেয়।[৩]

সংগ্রহশালা[সম্পাদনা]

জাদুঘরের সংগ্রহ শালায় রয়েছে মহিউদ্দিনের পরিবারকে দেওয়া সরকারি বেসরকারি পদক, মুক্তিযুদ্ধভিত্তিক নানা পোস্টার, সাময়িকী ও পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয় সম্পর্কিত চার হাজার বই ইত্যাদি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর"জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "নদীর পেটে যাচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর"বাংলাট্রিবিউন। ৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ 
  3. "বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর রক্ষায় সন্ধ্যা নদীর বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০